দেশ বিভাগে ফিরে যান

গত পাঁচ বছরে ৪৫০ জন গ্যাংম্যান রেললাইনে কাজ করতে মারা গিয়েছেন!

December 4, 2021 | < 1 min read

আদতে কি রেলেরই গাফিলতি? গত পাঁচ বছরে রেললাইনের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে মারা গিয়েছেন প্রায় ৪৫০ জন গ্যাংম্যান ও ট্র্যাক কর্মী। শুক্রবার সংসদে পরিসংখ্যান দিয়ে লিখিতভাবে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী। শুধু তাই নয়। চলতি আর্থিক বছরের প্রথম সাত মাসে ট্র্যাক রক্ষণাবেক্ষণের সময় মারা গিয়েছেন আরও ৩৫ জন গ্যাংম্যান। এদিন রাজ্যসভায় লিখিতভাবে এমনই জানিয়েছেন  মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে কি যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করেন যাঁরা, সেই গ্যাংম্যান ও ট্র্যাক কর্মীদের সুরক্ষা নিয়ে আদৌ চিন্তিত রেল বোর্ড? এদিন রেলমন্ত্রকের পরিসংখ্যান সামনে আসার পর স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে এই প্রশ্ন। যদিও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার রেলমন্ত্রী রাজ্যসভায় যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, লাইন রক্ষণাবেক্ষণের সময় ২০১৬-১৭ আর্থিক বছরে দেশে ৮৬ জনের মৃত্যু হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ওই সংখ্যাটি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১০৩। পরের বছর, অর্থাৎ, ২০১৮-১৯ অর্থবর্ষে মারা গিয়েছেন ৮৩ জন। ২০১৯-২০ আর্থিক বছরে সংখ্যাটি ফের বৃদ্ধি পেয়ে হয় ৯৪। ২০২০-২১ আর্থিক বছরে তা কমে দাঁড়ায় ৫০ জন। ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, যেহেতু ২০২০-২১ আর্থিক বছরের একটা বড় সময় লকডাউনের জেরে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল এবং পরে তা শুরু হলেও পরিষেবা স্বাভাবিক ছিল না, তাই উল্লিখিত মৃত্যুর সংখ্যাটিও পাল্লা দিয়ে হ্রাস পেয়েছিল। যদিও এই ব্যাপারে কোনও ব্যাখ্যা দেননি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Railway, #gangmen

আরো দেখুন