রাজ্য বিভাগে ফিরে যান

আইএমএফের দ্বিতীয় সর্বোচ্চ পদে বাংলার স্কুলছাত্রী গীতা

December 4, 2021 | < 1 min read

কলকাতার স্কুলের সাধারণ ছাত্রী থেকে বিশ্ব অর্থনীতির আঙিনায় সাফল্যের শীর্ষে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হলেন ইন্দো-মার্কিন অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। প্রথম মহিলা হিসেবে বর্তমানে তিনি আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মুখ্য অর্থনীতিবিদের পদে রয়েছেন। জানুয়ারি মাসে আইএমএফের দ্বিতীয় সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করবেন। জিওফ্রে ওকামোতোর স্থলাভিষিক্ত হচ্ছেন গোপীনাথ। বৃহস্পতিবার আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিনা জর্জিয়েভা বলেন, আন্তর্জাতিক অর্থভাণ্ডারে ইতিমধ্যেই ব্যতিক্রমী অবদান রেখেছেন গোপীনাথ। আমাদের জীবনের ভয়ঙ্করতম আর্থিক সঙ্কটে (করোনা পর্বে) বিশ্ব অর্থনীতি ও আইএমএফ-কে দিশা দেখিয়েছে গোপীনাথের মেধাগত নেতৃত্ব। টালমাটাল অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে সাহায্য করেছেন তিনি। নয়া পদে উন্নীত হওয়ার পর গোপীনাথ বলেন, এখনও বিশ্বব্যাপী মহামারীর থাবা সরেনি। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ভূমিকা এত বেশি গুরুত্বপূর্ণ এর আগে কোনওদিন হয়ে ওঠেনি। এই সুযোগ দেওয়ার জন্য ক্রিস্টিনা ও আইএমএফ বোর্ডের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। 

১৯৭১ সালের ডিসেম্বরে কলকাতায় জন্ম গীতা গোপীনাথের। স্কুল জীবনের শুরুটাও কলকাতাতেই। বড় হয়ে ওঠা কর্ণাটকের মাইসুরুতে। ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে গীতার বাবা টি ভি গোপীনাথ জানিয়েছিলেন, খেলাধুলোয় আগ্রহী ছিল মেয়ে। গিটার শিখেছিল। অংশ নিয়েছিল ফ্যাশন শোয়েও। কিন্তু পরে সব কিছু ছেড়ে পড়াশোনায় মনোনিবেশ করে। স্নাতক স্তরের পড়াশোনা শেষে দিল্লি স্কুল অব ইকনমিকসে ভর্তি হন গীতা। সেখান থেকে পরবর্তী পড়াশোনার জন্য চলে যান আমেরিকা। ২০০১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইডি ডিগ্রি লাভ। এরপর শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অব বিজনেসে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন গীতা। ২০০৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা ছিলেন গীতা। অর্থমন্ত্রকের জি-২০ বিষয়ক উপদেষ্টা গোষ্ঠীর সদস্যও ছিলেন তিনি।    

TwitterFacebookWhatsAppEmailShare

#IMF, #Kolkata

আরো দেখুন