অক্সিজেনের অভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু কতজনের, জানেই না কেন্দ্র
আতঙ্কের নয় নাম ওমিক্রন। ইতিমধ্যেই দেশে ঢুকে পড়েছে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট। যা তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে বলে বিশেষজ্ঞদের। কিন্তু এই আবহেও, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে কত জনের মৃত্যু হয়েছে, সে সম্বন্ধে কেন্দ্রের কোনও ধারণা নেই বলে ফের লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। কেন্দ্র কেন অক্সিজেনের অভাবে মৃত্যুর সংখ্যা ‘জানে না’, তার সাফাই গাইতে গিয়ে রাজ্যগুলিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।
লোকসভায় করোনা সংক্রান্ত আলোচনায় অধিকাংশ সাংসদই জানতে চান যে দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে অক্সিজেনের ঘাটতির কারণে দেশে কত জন মারা গিয়েছেন। আগামী দিনে এ ধরনের সমস্যা রুখতে কেন্দ্র কী পদক্ষেপ করেছে, তা-ও জানতে চান বিরোধীরা। অধিকাংশ সাংসদের প্রশ্ন ছিল, ওমিক্রন যদি ভারতে সংক্রমণের তৃতীয় ঢেউ ডেকে আনে, তা মোকাবিলায় কি সরকার প্রস্তুত? এর জবাবে মাণ্ডবিয়া বলেন, ‘দ্বিতীয় ঢেউয়ে দেশে কত মানুষ অক্সিজেনের অভাবে মারা গিয়েছে, তার কোনও তথ্য সরকারের কাছে নেই।’ নিজেদের দায় ঝেড়ে ফেলতে রাজ্য সরকারগুলির দিকেই আঙুল তুলেছেন তিনি।