দেশ বিভাগে ফিরে যান

মহারাষ্ট্রে খোঁজ মিলল ৭ ওমিক্রন আক্রান্তের, দেশজুড়ে বাড়ছে উদ্বেগ

December 5, 2021 | < 1 min read

ভারতে একধাক্কায় করোনাভাইরাসের ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। মহারাষ্ট্রের (Maharashtra) এক স্বাস্থ্য আধিকারিক জানান, পুণের (Pune) সাতজনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পুণে জেলার সাতজনের মধ্যে এক মহিলা আছেন। তিনি নাইজেরিয়া থেকে এসেছিলেন।

দুই মেয়ের সঙ্গে পিম্পরি চিঞ্চওয়ার এলাকায় যান। মহিলার ভাইয়ের শরীরেও ওমিক্রনের হদিশ মিলেছে। ওই মহিলার ভাইয়ের দুই মেয়েও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, অপর যে ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তিনি গত সপ্তাহে ফিনল্যান্ড থেকে ফিরেছেন। ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে কর্নাটকে। করোনার নয়া প্রজাতিতে দু’জন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার ভারতের তৃতীয় এবং চতুর্থ ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে যথাক্রমে গুজরাতের জামনগর এবং মুম্বইয়ে। পঞ্চম আক্রান্তের হদিশ মিলেছে দিল্লিতে। সূত্রের খবর, ৩৭ বছরের এক ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন। তিনি ওমিক্রনে আক্রান্ত। তাঁকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভরতি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #Pune, #Omicron

আরো দেখুন