দেশ বিভাগে ফিরে যান

কর্ণাটকে বেসরকারি নার্সিং স্কুলের ২৯ জন পড়ুয়ার শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস

December 5, 2021 | 2 min read

দেশজুড়ে ভয় ধরাচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ (Coronavirus)। ইতিমধ্যেই ভারতে পাঁচ জনের শরীরে মিলেছে ওমিক্রন (Omicron)। এরই মধ্যে কর্ণাটকের শিবামোগ্গার একটি বেসরকারি নার্সিং স্কুলের ২৯ জন পড়ুয়ার শরীরে কোভিড ১৯ (Coronavirus) পাওয়া গিয়েছে। শিবামোগ্গার ডেপুটি কমিশনার কেবি শিবাকুমার জানিয়েছেন, আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন (Omicron)। তবে, ওমিক্রনের খোঁজ ভারতে মেলায় এমনিতেই আতঙ্ক বাড়ছে। ভারতে প্রথম কর্নাটকেই দু’জনের শরীরে ওমিক্রন (Omicron) পাওয়া গিয়েছে। তারই মধ্যে নতুন করে একসঙ্গে ২৯ জন নার্সিং পড়ুয়ার করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।


শনিবারই কর্ণাটকের দুই বাসিন্দার শরীরে প্রথম ওমিক্রন পাওয়া যায়। সংক্রমণের কথা জানায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানা গিয়েছে, আক্রান্ত দুই জনই এসেছেন বিদেশ থেকে। ইতিমধ্যে ওমিক্রনের ভয়ে কাঁটা গোটা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, করোনার এই ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।

তার পরেই আরও দু’জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ। রবিবার পাঁচ নম্বর ব্যক্তি ধরা পড়েন দিল্লিতে। শিবামোগ্গার ডেপুটি কমিশনার কেবি শিবাকুমার জানিয়েছেন, বিভিন্ন রাজ্য থেকে পড়তে আসা ওই পড়ুয়াদের প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের সংস্পর্শে আসাদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। হাসপাতাল পুরোটাই সিল করা হয়েছে। ওই গোটা এলাকার মানুষেরই করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সকালেই মুম্বইয়ে এক মেরিন ইঞ্জিনিয়ারের দেহে এই ভাইরাসের হদিস মিলেছে। দেশের মধ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল কর্নাটকে। সেখানে দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাঁদের মধ্যে এক জন দক্ষিণ আফ্রিকা থেকে ওই রাজ্যে ফিরেছিলেন। দ্বিতীয় জন স্বাস্থ্যকর্মী। কিন্তু তিনি বিদেশে যাননি। কী ভাবে তিনি আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন। নমুনা পরীক্ষা করার পর জানা যায়, ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত। তাঁকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Coronavirus, #School, #covid 19, #Karnataka

আরো দেখুন