দেশ বিভাগে ফিরে যান

এবার রাজধানী দিল্লিতে থাবা বসালো ওমিক্রন

December 5, 2021 | 2 min read

রাজধানীতে থাবা বসাল Omicron। জানা গিয়েছে, তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন আক্রান্ত। তাঁরই দেহে মেলে Omicron এর উপস্থিতি। এই মুহূর্তে LNJP হাসপাতালে ভর্তি আছেন করোনাভাইরাসের নয়া স্ট্রেন আক্রান্ত ব্যক্তি। রবিবার তা জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এ নিয়ে দেশের চারটি রাজ্যে থাবা বসাল Omicron। এর আগে Karnataka, Gujarat আর Maharastra -এ চারজনের দেহে মিলেছি Omicron Variant। এদিন LNJP Hospital এর চিকিৎসক ডা. সুরেশ কুমার জানিয়েছেন, Omicron আক্রান্ত রোগীর গলায় ব্যথা রয়েছে। পাশাপাশি, তাঁর গায়ে ব্যথা রয়েছে। এছড়াও ভীষন দুর্বল তিনি।

এ প্রসঙ্গে মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকার বলেন, তানজানিয়া ফেরত ব্যক্তির দেহে কোভিড পজিটিভ এসেছিল। জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য তাঁর নমুনা পাঠানো হয়েছিল। তা পজিটিভ আসে। বর্তমানে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের ট্রেস করা হচ্ছে।

এদিকে রবিবার বেড়েছে দেশের কোভিড সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আট হাজার ৮৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে আচমকা দেশের কোভিড মৃত্যুর ক্ষেত্রে স্ফীতি দেখা গিয়েছে। এদিন মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে দু’ হাজার ৭৯৬ জনের। জানা গিয়েছে, কোভিড সম্পর্কিত তথ্য সংশোধনের কারণে বিহারে এদিন কোভিড মৃত্যুর সংখ্যা ছিল দু’ হাজার ৪২৬। এদিকে কেরালায় ২৬৩ জনের মৃত্যুর ‘ব্যাকলগ ক্লিয়ার’ করা হয়েছে। এদিন দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ১৫৫।

শনিবার বিকেলে মুম্বইয়ে করোনার New Variant -এর হদিশ মিলেছিল। সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, ৩৩ বছর বয়সী ওই যুবক দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন। গত ২৪ নভেম্বর মুম্বইয়ে নামার সময়েই তাঁর গায়ে হালকা জ্বর ছিল। সরকারি তথ্য অনুযায়ী, Kalyan-Dombivali municipal area-এর বাসিন্দা ওই যুবকের COVID-19 vaccine-এর কোনও ডোজও নেওয়া ছিল না। বর্তমানে কল্যাণ-ডোম্বিভালি কোভিড কেয়ার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে। হালকা জ্বর ছাড়া তাঁর শরীরে অন্য কোনও কোভিড উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ওই যুবকের সংস্পর্শে আসা ৩৫ জনকেও চিহ্নিত করে তাদের ইতিমধ্যেই করোনা পরীক্ষা করা হয়েছে বলে খবর। প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ বলে দাবি সূত্রের। একই সঙ্গে যুবকের ২৫ সহযাত্রীরও করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Omicron, #New Corona Strain, #Coronavirus in India

আরো দেখুন