← রাজ্য বিভাগে ফিরে যান
মালদহে যাওয়ার পথে বোলপুরের ট্রেন থামতেই ‘দিদি’কে চপ-মুড়ি দিলেন অনুব্রত
‘জাওয়াদ’ বঙ্গে সেভাবে দাপট দেখাতে পারেনি। তবে বৃষ্টি থেকে রেহাই পাননি বঙ্গবাসী। শনিবার রাত থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। তাই হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে চড়েই জেলাসফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের ট্রেন থামামাত্রই তাঁর সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। চপ, মুড়ি ও মিষ্টি দলনেত্রীর হাতে তুলে দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “আজকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার ছিলেন। নেত্রী তথা মুখ্যমন্ত্রী যাচ্ছেন। এটা একটা কর্তব্যের মধ্যে পড়েন। জেলাশাসক, প্রশাসনের তো আলাদা ব্যাপার।” ঠিক কী কথা হল দু’জনের? সে বিষয়ে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার দাবি, কোনও কথাই হয়নি তাঁদের।