ফরাক্কায় ট্রেন থামতেই অপেক্ষারত সমর্থকদের সাথে কথা বললেন মমতা
ফরাক্কায় দাঁড়িয়েছিল শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অপেক্ষায় দাঁড়িয়েছিলেন কর্মী সমর্থকেরা। বাতানুকুল কামরার কাচের জানলা ভেদ করেও তাঁদের উল্লাস পৌঁছে যায় ভেতরে বসে থাকা নেত্রীর কানে। সমর্থকেদের আবদার মেনে দরজায় এসে দাঁড়ান তিনি। রক্ষীর কড়া নজরদারির মধ্যেই টুকটাক কথা বলে নেন মুর্শিদাবাদের কর্মীদের সঙ্গে।
সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে ফরাক্কা স্টেশনে ট্রেনের দরজায় দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে গেলেন। এমন কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচি অবশ্য ছিল না। দলীয় কর্মী সমর্থকদের আবদার মেটাতেই আসন ছেড়ে উঠে আসেন তিনি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওযার পর এই নিয়ে দ্বিতীয়বার তাঁর উত্তরবঙ্গ সফর। প্রাথমিক ভাবে হেলিকপ্টারে উত্তরবঙ্গে পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু রবিবার থেকেই আবহাওয়া খারাপ হওয়ায় সূচি বদলাতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রেল পথেই মালদা যাবেন মুখ্যমন্ত্রী। এ দিন দুপুরে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী।
জানা গিয়েছে, সোমবার মালদায় রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মঙ্গলবার দুই দিনাজপুরে প্রশাসনিক বৈঠক সারবেন তিনি। বুধবার মালদায় প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তারপর বিকেলে মুর্শিদাবাদ যাবেন। এরপর নদিয়া হয়ে কলকাতা ফিরে যাবেন তিনি। এ দিন রেলপথে মুখ্যমন্ত্রী আসছেন জেনেই কর্মী সমর্থকরা ফরাক্কা স্টেশনে ভিড় জমান। প্রথমে নিজের আসনে বসেই জানালা দিয়ে হাত নাড়ান সমর্থকদের উদ্দেশে। পরে সমর্থকদের আবদার মেনে আসন ছেড়ে উঠে আসেন দরজায়। সেখান থেকেই কয়েক মূহূর্তের জন্য কথা বলেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে।
কেবলমাত্র ফরাক্কাই নয়, মালদার পথে জনশতাব্দী এক্সপ্রেস বোলপুরেও থামে। সেখানে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গেও সাক্ষাত্ করেন মুখ্যমন্ত্রী। ট্রেন এসে থামতেই নেত্রীর দিকে এগিয়ে যান কেষ্ট। কুশল বিনিময়ের পরেই জেলার হালহকিকত নিয়ে কথা বলেন তাঁরা।
গত সপ্তাহেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তৃতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বলে জল্পনাও ছিল তুঙ্গে। গত অক্টোবর মাসেই উত্তরবঙ্গে সফরে গিয়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি। সে বার একটানা বৃষ্টি আর ধসের জেরে বিপর্যস্ত ছিল উত্তরবঙ্গ। পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতেই উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। কিন্তু, সে বার দার্জিলিং যাননি তিনি।