দেশ বিভাগে ফিরে যান

আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে এনডিএ-র অন্দরে বিদ্রোহ তুঙ্গে

December 6, 2021 | < 1 min read

নাগাল্যান্ড কাণ্ড নিয়ে তুঙ্গে রাজ্য-কেন্দ্র সংঘাত। এরই মধ্যে অবিলম্বে আফস্পা প্রত্যাহারের দাবি তুললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা বিজেপির শরিক ন্যাশনাল পিপলস পার্টির নেতা কর্নাড সাংমা। তার এই দাবি ঘিরে স্পষ্টতই বিড়ম্বনা এনডিএ-র অন্দরে। পাশাপাশি আফস্পা প্রত্যাহারের দাবি উঠেছে নাগাল্যান্ড থেকেও। খোদ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীও কেন্দ্রের কাছে এই দাবি রেখেছেন।

মন জেলার ওটিং গ্রামে নিহতদের শেষকৃত্য অনুষ্ঠানে এদিন যোগ দেন মুখ্যমন্ত্রী নেফিউ রিও। সেই সময় উপস্থিত সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, ‘কেন্দ্রের কাছে আবেদন করেছি নাগাল্যান্ড থেকে আফস্পা প্রত্যাহোরের। পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে কেন্দ্র দেবে ১১ লক্ষ টাকা আর রাজ্য দেবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ।

প্রসঙ্গত, ১৯৫৮ থেকে আসাম, নাগাল্যান্ড, ইম্ফল বাদে গোটা মণিপুর, আংশিক অরুণাচল প্রদেশে আফস্পা কার্যকর। ২০১৮ সালে মেঘালয় থেকে প্রত্যাহার করা হয়েছে এই বিশেষ আইন। দেশের উপদ্রুত এলাকায় কেন্দ্রের মধ্যস্থতা ছাড়া সেনাকে বিশেষ ক্ষমতা দিতে এই আইনের রূপায়ণ। যদিও আফস্পার অপব্যবহার নিয়ে একাধিকবার সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Meghalaya, #Nagaland, #FIRINGNDA, #AFSPA

আরো দেখুন