অনেকটাই কমল কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৫০৫ জন
‘ওমিক্রনে’র (Omicron) মাঝে বড়সড় স্বস্তি। রাজ্যে একধাক্কায় অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও কমেছে কিছুটা। যা স্বস্তি জোগাচ্ছে আমজনতাকে।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত ৪৬৫ জন। যা রবিবারের তুলনায় অনেকটাই কম। তার মধ্যে কলকাতায় আক্রান্ত ১৫৪ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। যার ফলে গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ১৯ হাজার ৭২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৯ জনের প্রাণ কেড়েছে। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫৫৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ৫০৫ জন। বাংলায় অ্যাকটিভ কেস ৭ হাজার ৯৫০ জন।
গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮০ জনের কোভিড টেস্ট (Covid Test) হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫ লক্ষ ৩৬ হাজার ৬৯১ জনের কোভিড টেস্ট হয়েছে। পজিটিভিটি রেট ২.১১ শতাংশ। করোনা মোকাবিলায় টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার মোট ৭৫ হাজার ৩০৪ জন ভ্যাকসিন নিয়েছেন। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৫ জন এবং বাকি ৫৪ হাজার ২২৯ জন পেয়েছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।
করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে সুস্থতার দিকেই এগোচ্ছিল দেশ। তবে তারই মাঝে করোনার নতুন স্ট্রেন ‘ওমিক্রনে’র হানা। ইতিমধ্যেই কর্ণাটক, গুজরাট, মুম্বই এবং দিল্লি – এই চার রাজ্যের মোট ২৩ জন ‘ওমিক্রন’ আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত প্রায় সকলে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড গ্রাফের নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে আমজনতা। তবে মুহূর্তের অসাবধানতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সাবধনতা অবলম্বনের কথাই বলছেন তাঁরা।