রাজ্য বিভাগে ফিরে যান

কাঁচাপাটের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার নিদান প্রত্যাহারের জন্য কেন্দ্রকে চিঠি দিল রাজ্য

December 8, 2021 | < 1 min read

কাঁচাপাটের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার নিদান প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা তথা জুট কমিশনারের দপ্তরকে ফের চাপ দিল রাজ্য। পাটের সরবরাহের অভাবের কারণে রাজ্যের চটশিল্পের সঙ্কটের বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী ও  মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। তারপর দ্বিতীয় দফায় বৈঠকে বসে জুট কমিশনারের দপ্তরকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। যদিও জুট কমিশনারের দপ্তর মঙ্গলবার পর্যন্ত এনিয়ে কোনও ইতিবাচক সাড়া দেয়নি। তবে রাজ্য সরকার তাদের নির্দেশ দিয়ে বলেছে, আগামী ১৫ তারিখের মধ্যে জুট কমিশনারকে চটকল মালিক, কাঁচাপাটের কারবারী তথা জুট বেলারদের সংগঠনের পাশাপাশি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ওই বৈঠকে রাজ্য সরকারের তরফে আইনমন্ত্রী মলয় ঘটক ও শ্রমমন্ত্রী বেচারাম মান্না সহ রাজ্য সরকারের একাধিক আধিকারিক হাজির ছিলেন। জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে সহকারী কৌশিক চক্রবর্তী উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্থার তরফে। 


জানা গিয়েছে, সোমবারের বৈঠকে মলয়বাবুরা সহকারি জুট কমিশনারকে বেশ ঝাঁঝালো সুরেই পাটের সর্বোচ্চ মূল্য ৬৫০০ টাকার সীমা সংক্রান্ত নির্দেশ তুলে দেওয়ার জন্য বলেন। চটকল মালিকরাও এই দাবি জানিয়ে আসছেন বেশ কিছু দিন ধরে। তাঁদের কথায়, এই নির্দেশের জন্যই পাটের অবৈধ মজুতদারি হচ্ছে। যদিও কৌশিকবাবু বৈঠকে সেই প্রতিশ্রুতি দেননি এদিনও। তাঁর জবাব ছিল, এই বৈঠকের কার্য বিবরণী (মিনিটস) হাতে পাওয়ার পর এনিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তারপর তাঁদের অবস্থান স্পষ্ট করবেন তাঁরা। এরপরই ১৫ তারিখের মধ্যে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য মলয়বাবুরা তাঁকে বলেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #prices, #JUTE CORPORATION OF INDIA, #union govt, #jute

আরো দেখুন