রাজ্য বিভাগে ফিরে যান

জাতীয় রাজনীতিতেও মমতাকে সমর্থন, প্রশংসায় পঞ্চমুখ বিমল গুরুং

December 8, 2021 | < 1 min read

কখনও মমতাকে মা বলেছেন তিনি। কখনও আবার সেই মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। সেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুং এবার সবরকমভাবে তৃণমূলের পাশে থাকার চেষ্টা করছেন। এমনকী জাতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করার ব্যাপারেও জানিয়েছেন গুরুং। সূত্রের খবর গত ২৩শে নভেম্বর তিনি ৬ সদস্য়ের প্রতিনিধি নিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছিলেন। মুখ্য়মন্ত্রীর নানা কর্মসূচি থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে তাঁদের কথাবার্তা হয়। সফর শেষ করে মঙ্গলবারই তাঁরা নিউ জলপাইগুড়ি ফেরেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতার প্রশংসায় পঞ্চমুখ বিমল গুরুং।

বিমল গুরুং বলেন, বাস্তবে আমরা যা দেখছি তা তো ভালোই হচ্ছে। পাহাড়ে, তরাই, ডুয়ার্স, বাংলা ও গোটা দেশের ব্যাপারে দিদি যে ভাবছেন তা ভালো হচ্ছে। তাছাড়া জাতীয় নেত্রী হিসাবে তিনি যে এগোচ্ছেন তাতে আমরা সমর্থন করব। যে পরিস্থিতিই থাকুক না কেন ২০২৪এ তাঁকে ভালো জায়গায় নিয়ে যাব। জানালেন বিমল গুরুং। এদিকে নানা অভিযোগের জেরে দীর্ঘদিন অন্তরালে ছিলেন বিমল। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জয়গান গেয়ে পাহাড়ে ফিরেছিলেন তিনি। তখন থেকেই তিনি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধিতে তৎপর। তবে এবার মমতাকে জাতীয় নেত্রী হিসাবে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্যও মোর্চা যে সমর্থন করবে সেকথাও জানিয়ে দিলেন গুরুং। এদিকে একদা বিজেপি ঘনিষ্ঠ বিমল গুরুংয়ের মুখে মমতার প্রশংসা শুনে পাহাড়ে যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Bimal Gurung, #National Leader

আরো দেখুন