তথ্য যাচাই বিভাগে ফিরে যান

পঞ্জাবে তৈরী হয়নি দলের সংগঠন, অপপ্রচার নিয়ে সরব তৃণমূল

December 9, 2021 | < 1 min read

পঞ্জাবে তৈরী হয়নি দলের কোনও সংগঠন, জানাল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি একটি বহুল প্রচারিত ইংরেজি সংবাদপত্রে একটি রিপোর্ট বেরিয়েছে যে আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে ‘জয় জওয়ান জয় কিষান’ নাম একটি সংগঠনের সঙ্গে গাঁটছড়া বাঁধছে তৃণমূল। সেখানে বলা হয়েছে, সমঝোতা হয়েছে যে তৃণমূল বিধানসভায় ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এর পরিপ্রেক্ষিতেই আজ তৃণমূল কংগ্রেসের ট্যুইটার থেকে বার্তা দেওয়া হয়, পঞ্জাবে কোনও সংগঠন তৈরী করেনি দল। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে খবরটি ভুয়ো এবং সবাইকে এই ভুল তথ্য ছড়াতে অনুরোধ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#punjab, #Fact Check, #trinamool

আরো দেখুন