উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ডিসেম্বরের শেষে দার্জিলিং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

December 10, 2021 | < 1 min read

২০১১ তুম্বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্য প্রশাসনের জেলায় পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক জেলায় গিয়ে সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে নির্দেশ দিয়েছেন। তৃতীয়বার বিপুলসংখ্যক ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতির পরিবর্তন হয়নি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় গিয়ে এ জেলার কাজের ক্ষতি আর নেওয়ার পাশাপাশি, গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন তিনি। ডিসেম্বর মাসের ২৭ তারিখ মন্ত্রীর দার্জিলিং যাওয়ার কথা রয়েছে। সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন মমতা।

মাসে উত্তরবঙ্গ সফরে গেলেও দার্জিলিংয়ে যাননি মুখ্যমন্ত্রী। শিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছিলেন। সম্প্রতি দুই দিনাজপুর মালদা, মুর্শিদাবাদেও প্রশাসনিক বৈঠক করেন তিনি। এবারের পাহাড় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal, #Darjeeling, #North Bengal

আরো দেখুন