দেশ বিভাগে ফিরে যান

ওমিক্রনের জের, বাড়ল আন্তর্জাতিক বিমান চলাচলের স্থগিতাদেশ

December 10, 2021 | 2 min read

ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi) স্বয়ং। ২৭ নভেম্বর ওমিক্রন (Omicron in India) নিয়ে বৈঠকে সময় আন্তর্জাতিক উড়ান (International Flights) চালু করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার পরেই এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে বিমানমন্ত্রক। শেষ পর্যন্ত মোদীর আবেদনে আন্তর্জাতিক উড়ানে (International Flights) বিধিনিষেধের মেয়াদ বাড়াল কেন্দ্র। ৩১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এই নিষেধাজ্ঞা শুধুমাত্র যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে কার্যকর হবে৷ পণ্যবাহী বিমান ও ডিজিসিএ’র বিশেষ অনুমোদিত বিমানের ক্ষেত্রে নতুন করে কোনও নিষেধাজ্ঞা চাপানো হয়নি৷ সেগুলি যেমন চলছিল, তেমনই চলবে। নির্দিষ্ট রুটে বিশেষ অনুমতি সাপেক্ষে এখন বেশ কিছু আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল করছে। সেই সমস্ত রুটে বিমান চালু থাকবে। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের হাত ধরেই দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে, এই আশঙ্কা থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক বিমান চলাচলে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল।

২৬ নভেম্বর কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা আবারও শুরু হবে। তবে শর্তও চাপিয়েছিল বেশকিছু। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড,ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ ১৪টি দেশের সঙ্গে নিয়মিত বিমান পরিষেবা শুরু হবে না বলে জানানো হয়। যাত্রীদের সুবিধার কথা ভেবে বেশ কয়েকটি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে ভারত। সেই দেশগুলিতে পরিষেবা চালু রাখা হবে। করোনা ভাইরাসের জেরে গত বছরের ২২ মার্চ থেকে বন্ধ আন্তর্জাতিক উড়ানে বিধিনিষেধ চালু করা হয়েছে।

এখন বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইতিমধ্যেই এই প্রজাতিকে উদ্বেগজনক বা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য ডিসেম্বর থেকে একগুচ্ছ নিয়ম চালু করেছে কেন্দ্র। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং, ইসরায়েল, বৎসোয়ানা থেকে এলে বিমানবন্দরেই যাত্রীদের করোনা পরীক্ষা করতে হচ্ছে। ‘ঝুঁকি’ এড়াতে এ বার আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Omicron, #Coronavirus, #International Flights, #Modi Government

আরো দেখুন