কলকাতা বিভাগে ফিরে যান

লক্ষ্য উন্নত নাগরিক পরিষেবা, প্রকাশ হল তৃণমূলের ইস্তেহার ‘দশ দিগন্ত কলকাতা’

December 11, 2021 | 2 min read

নাগরিক পরিষেবার উন্নতির দশদিক মাথায় রেখে কলকাতা পুরভোটের ইস্তেহার ‘দশ দিগন্ত কলকাতা’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস থেকে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার উন্নতি থেকে শুরু করে মহিলা নিরাপত্তায় নজর – এসব দিকেই জোর দেওয়া হয়েছে ইস্তেহারে। তবে তার মধ্যে
সবচেয়ে উল্লেখযোগ্য – কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয়।

দেখে নিন তৃণমূলের দশ দিগন্ত :

১) বুস্টার পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়িয়ে শহরের প্রতিটি প্রান্তে পানীয় জলের পরিষেবার সুনিশ্চিকরণ।
২) কলকাতা জুড়ে মসৃন-গর্তবিহীন রাস্তা নির্মাণ।
৩) শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটানো। (প্রায় ২০০টি অতিরিক্ত পাম্প বসানোর মাধ্যমে)
৪) পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলির মানোন্নয়ন ঘটানো এবং স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে শহরবাসীকে ২৪ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা।
৫)শহরের বিভিন্ন প্রান্তে ৩০টি ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র নির্মাণ।
৬) কলকাতায় নাইট সেলটারের সংখ্যা বাড়ানো। (৮ টি নাইট সেলটার রয়েছে ৪ টি বাড়িয়ে ১২ করা হবে এবং প্রতিটি ৫০-৬০ জন করে মানুষ থাকতে পারবেন)
৭) কলকাতার সমস্ত পার্ক-বাজার-ঘাট সংস্কার করা।
৮) পুরকর্মীদের সমাজিক সুরক্ষা সুনিশ্চিত করা।
৯) পুরসভার প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হল ও লেডিস টয়লেট নির্মাণ করা।
১০) পুরসভার পরিষেবা সংক্রান্ত অভাব-অভিযোগ জনিত সমস্যার সমাধানের জন্য সমস্যা নিষ্পত্তি সেল খোলা।

এছাড়া জানানো হয়েছে যে জোর দেওয়া হবে, পৌর পরিষেবা সংক্রান্ত কাজগুলোকে অনলাইনে করায়। জন্ম মৃত্যুর শংসাপত্র থেকে শুরু করে যা যা আছে। এগুলো হচ্ছে আরও ভাল করে সব কাজ গুলো যাতে অনলাইনে করা যায় তা দেখা।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMC manifesto, #KMC Polls 2021, #10 diganta kolkata

আরো দেখুন