রবিবার থেকে আবার শুরু ১৪৪টি ওয়ার্ডে করোনা টিকাকরণের ক্যাম্প
রবিবার থেকে কলকাতা পুরসভা এলাকায় ১৪৪টি ওয়ার্ডে শুরু হবে করোনা ভ্যাকসিনের টিকাকরণের ক্যাম্প। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে যা পরিচালনা করবে কলকাতা পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। কলকাতা পুরসভার মধ্যে যারা বসবাস করেন এবং ভোটার, তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। ওই সূত্রেই জানা গিয়েছে, এখনও ১৬ শতাংশ মানুষের টিকা দেওয়া বাকি রয়েছে। তাঁদের এই টিকাকরণের জন্য বিশেষ ক্যাম্প করা হচ্ছে। আগামী পাঁচদিন ধরে কলকাতা পুর এলাকায় এই ক্যাম্প চলবে। আগামী ১৯ শে ডিসেম্বর হবে কলকাতা পুরসভার নির্বাচন,তার সাতদিন আগে থেকেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই এই উদ্যোগ সকলের মধ্যে উৎসাহ জাগাবে বলে মনে করছে রাজ্য নির্বাচন কমিশন।
এদিকে, কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর থেকে শুক্রবার পর্যন্ত প্রায় ২৫০টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে কোভিড বিধি অমান্য করার অভিযোগই বেশি। এ ব্যাপারে সব রাজনৈতিক দল ও প্রার্থীদের সতর্ক করা হয়েছে। তবে বড় কোনও গোলমাল বা আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটেনি বা অভিযোগ আসেনি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কোভিড বিধি মেনে প্রচারপর্ব চালানো হচ্ছে না বলে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে অভিযোগ জানিয়েছে ‘সবুজ মঞ্চ’ নামে একটি নাগরিক সংগঠন। তারা দাবি জানিয়েছে, প্লাস্টিকের ব্যানার, পোস্টার ব্যবহার করা হচ্ছে। তা বন্ধ করা হোক। মাইকের ব্যবহার হচ্ছে যথেচ্ছ। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।