রাজ্য বিভাগে ফিরে যান

করোনার কারণে কল্পতরু উৎসবে এবারও বন্ধ থাকবে কাশীপুর উদ্যানবাটির মূল প্রবেশদ্বার

December 11, 2021 | < 1 min read

করোনার কারণে এবারও কল্পতরু উৎসবরে সময় কাশীপুর উদ্যানবাটি ১‑৩ জানুয়ারি পর্যন্ত আশ্রমের মূল গেট বন্ধ থাকবে। তবে কাশীপুর মঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে কল্পতরু উপলক্ষে মঠে ঠাকুরের পূজাপাঠ, হোমাদি সহ নানা অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন ভক্তরা। উদ্যানবাটি সূত্রে এ কথা জানা গিয়েছে।

সেদিন ভোর সাড়ে চারটেয় মঙ্গলারতি দিয়ে শুরু হবে অনুষ্ঠানের সূচনা। এরপর চলবে ঠাকুরের বিশেষ পুজো, হোম। সকাল সাড়ে সাতটা থেকে শ্রীশ্রী ঠাকুরের নীচের ঘরে ভক্তিগীতি, পাঠ এবং সন্ধ্যায় আরতির পর অনুষ্ঠিত হবে ভজন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Kalpataru Utsab, #Kashipur Udyanbati, #Main gate

আরো দেখুন