গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা জয়ীর সংখ্যা ৪৩৯ জন
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন (Omicron)। এই পরিস্থিতিতেও রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪১৮ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। পজিটিভিটি রেট ১.৮৭ শতাংশ। তবে বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি ১০ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৩৫ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৭৩ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ কিছুটা বেশি।
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৩৮ জন করে। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ২৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৩, ৬০৯।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন । যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৬১০ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪৩৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৯৬, ৪৮২। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৪৪ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।