বিনোদন বিভাগে ফিরে যান

কোভিড বিধি না মেনে পার্টি করার জের, করোনা আক্রান্ত করিনা কাপুর ও অমৃতা আরোরা

December 13, 2021 | < 1 min read

সোমবার দুই অভিনেত্রীর কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে আসে ৷ আপাতত আইসোলেশনে থাকবেন তাঁরা ৷ করিনা ও অমৃতার সংস্পর্শে বিগত কয়েকদিনে যাঁরা কাছাকাছি এসেছেন, তাঁদের সকলেরই কোভিড পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে (Kareena Kapoor and Amrita Arora Covid Positive) ৷

কোনও পার্টি হোক বা গেট টু গেদার ৷ করিনা এবং অমৃতা দু’জনকে প্রায়শই একসঙ্গে দেখা যায় ৷ কয়েকদিন আগেই করিশ্মা কাপুর এবং মালাইকা অরোরার সঙ্গে একটি হাউজ পার্টিতে দেখা গিয়েছিল দুই অভিনেত্রীকে ৷ তার কয়েক সপ্তাহ আগেও একটি পার্টিতে দেখা যায় দু’জনকে ৷ করোনার মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে করিনা এবং অমৃতাকে ৷

আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেককেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kareena Kapoor Khan, #Amrita Arora, #covid 19

আরো দেখুন