রাজ্য বিভাগে ফিরে যান

দলের কর্মীদের একাংশের কারণেই নন্দীগ্রামে হেরেছেন মমতা, ভাইরাল সুব্রত বক্সির অডিও

December 13, 2021 | < 1 min read

দলের কিছু সহকর্মীর অসহযোগিতার কারণে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে জিততে পারেননি, বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

সম্প্রতি, একটি অডিও ক্লিপিং সামনে এসেছে। সেখানেই বলতে শোনা যাচ্ছে এই কথা। দাবি, ওই অডিও ক্লিপের কণ্ঠস্বর তৃণমূল সভাপতি সুব্রত বক্সীর। যদিও দৃষ্টিভঙ্গি ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি।

জানা গিয়েছে, ২৮ নভেম্বর ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডে একটি কর্মীসভায় ওই মন্তব্য করেছেন সুব্রত। সেখান থেকেই ওই অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, সেখানেই এমন মন্তব্য করেছেন তিনি। অডিও ক্লিপে বলতে শোনা গিয়েছে, ‘আমাদের দলের কিছু সহকর্মীর অসহযোগিতার জন্যই মমতা ব্যানার্জি নন্দীগ্রামের প্রতিনিধি হতে পারলেন না। কিন্তু আমরা গর্বিত যে তিনি ভবানীপুরের মাটি থেকেই তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন।’ যদিও কোন কর্মীরা অসহযোগিতা করেছেন তা তিনি খোলসা করে বলেননি সেই সভায়।

এদিকে নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল। সেই নিয়ে মামলাও চলছে হাইকোর্টে। আর এই পরিস্থিতিতে এবার হঠাৎই দলের সহকর্মীদের অসহযোগিতার অভিযোগ উঠল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nandigram, #Subrata Bakshi

আরো দেখুন