আবার পালক বাংলার মুকুটে, এবার স্কচ পুরস্কার পেল নারী ও শিশুকল্যাণ দপ্তর
আবারও পুরস্কৃত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। বাংলার সাফল্যের মুকুটে নয়া পালক যুক্ত হল। স্কচ গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হল পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশুকল্যাণ দপ্তর। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা নিজেই টুইট করে এই সাফল্যের কথা জানিয়েছেন। ৬৭তম স্কচ সম্মেলনে বাংলার সাফল্যের জন্য তিনি রাজ্যের আইসিডিএসকর্মীদের অভিনন্দন জানিয়েছে। সেই সঙ্গে এই পুরস্কারের প্রাপ্তির নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদৃঢ় নেতৃত্বই কৃতিত্ব দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, হোমবেসড প্যারেন্টিং-এর ক্ষেত্রে আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন (ইসিসিই) জন্যই রাজ্য সরকার সংশ্লিষ্ট বিভাগে সেরার শিরোপা জিতে নিয়েছে। স্কচ পুরস্কার আর পশ্চিমবঙ্গ সরকার কার্যত সমর্থক হয়ে গিয়েছে। কেবল স্কচ পুরস্কারই নয় রাজ্য সরকারের নানা দপ্তর এবং একাধিক প্রকল্প নিত্যদিন দেশ-বিদেশে পুরস্কৃত হচ্ছে।
অতিমারির সময়তেও রাজ্য সরকারের সুশাসনের সুফল মিলল এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে।