দেশ বিভাগে ফিরে যান

পাটের সর্বোচ্চ দাম ৬৫০০ টাকায় বেঁধে দিচ্ছে কেন্দ্র, অধরা সমাধান

December 14, 2021 | < 1 min read

পাটের সর্বোচ্চ মূল্য ৬৫০০ টাকায় বেঁধে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকছে কেন্দ্র। চটশিল্পের প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য সরকারের তরফে এই ঊর্ধ্বসীমা ৭২০০ টাকা করার পক্ষে যে সওয়াল করা হয়েছিল। তাকে কার্যত উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার দিল্লিতে চটকল মালিকদের সংগঠন আইজেএমএর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পাটের দাম নিয়ে মোদী সরকারের এই অবস্থান জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর যুক্তি, কাঁচাপাটের সর্বোচ্চ মূল্যর সীমা আরও বাড়ালে চটের বস্তার দামও সেই অনুপাতে বাড়বে। সেক্ষেত্রে খাদ্যমন্ত্রকের ঘাড়ে যে বাড়তি বোঝা আসবে তার কোনও সংস্থান বাজেটে নেই। তাই এই ঊর্ধ্বসীমা থেকে সরে আসা বা বর্ধিত করার কোনও প্রশ্ন ওঠে না। বস্ত্রমন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে।

কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে মুখোমুখি দেখা করে পাটের দাম সংক্রান্ত নিদানকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যার সমাধান করতে চেয়েছিল আইজেএমএ। এব্যাপারে বিজেপির দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিং সক্রিয় হন। তাতে বেশ আশান্বিত হন আইজেএমএ কর্তারা। কিন্তু দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মনোভাব দেখে শেষ পর্যন্ত তাঁরা হতাশ। আইজেএমএ’র চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্তা বলেন, আমরা কেন পাটের সর্বোচ্চ মূল্য তুলে দেওয়া বা ৭২০০ টাকায় বেঁধে দেওয়ার দাবি করছি তা কেন্দ্রীয় মন্ত্রীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি। কিন্তু তিনি চটের বস্তার দাম বৃদ্ধির আশঙ্কা এবং বাজেটে বাড়তি টাকার সংস্থান না থাকার কারণে দাবিটিকে আমল দেননি। সমাধান অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল। গোয়েল এদিন দুই বিজেপি এমপির সওয়ালও গ্রাহ্য করেননি। তবে মন্ত্রীর অনুপস্থিতিতে কেন্দ্রীয় বস্ত্রসচিব কিছুটা হলেও দামের ঊর্ধ্বসীমা সংক্রান্ত বিষয়ে আইজেএমএ বা রাজ্য সরকারের বক্তব্যকে যুক্তিগ্রাহ্য বলে মনে করেন। যদিও মন্ত্রীর অবস্থান জানার পর তিনি এনিয়ে আর উচ্চবাচ্য করেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#jute, #Modi Government

আরো দেখুন