একজন ‘আগুনপাখি’। গানকে হাতিয়ার করেই প্রায় তিরিশ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। অন্যজন আদ্যপ্রান্ত রাজনীতিবিদ হলেও সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে খ্যাতির শিখরে। ইদানিং কালে গান, মিউজিক ভিডিও, ফেসবুক লাইভ— ইত্যাদিতেই নিজেকে মেলে ধরেন। প্রথম জন নচিকেতা চক্রবর্তী। এবং দ্বিতীয় জন মদন মিত্র। এবার সেই দু’জনেই একসঙ্গে গান রেকর্ড করতে চলেছেন। কলকাতা পুরসভা ভোটের আগেই তা প্রকাশ পাবে। গানটির লেখক এবং সুরকার অভিজিৎ পাল। ভাবনায় কুণাল সাহা।