দেশের শহরে বেকারত্বের হার বেড়ে এবার দু’অঙ্ক ছুঁল
এবার মোদী জমানায় ভারতে চার মাসে প্রথমবার শহুরে বেকারত্বের হার ২ অঙ্ক ছুঁল! দেশে বেকারত্বের হার নিয়ে সেন্টার ফর মানিটরিং ইন্ডিয়ান ইকোনমি যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট অনুযায়ী, দেশের শহরে বেকারত্বের হার ১৭ সপ্তাহে প্রথমবার দু’অঙ্ক ছুঁল। ১২ ডিসেম্বর শেষে ১০.০৯ শতাংশ হয়েছে শহরের বেকারত্বের হার। ফের আরও একবার বেকারত্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। গত ৯ সপ্তাহে সর্বোচ্চ ৮.৫৩ শতাংশে পৌঁছেছে মোট বেকারত্ব। গ্রামীণ বেকারত্বের হারও ৯ সপ্তাহের সর্বোচ্চ ৭.৪২ শতাংশে পৌঁছেছে।
সিএমআইই-এর অধিকর্তা মহেশ ব্যাসের বক্তব্য, চাকরির চাহিদা বৃদ্ধি আর পর্যাপ্ত সংখ্যায় কর্মসংস্থান তৈরি না হওয়ায় ফের বেকারত্ব মাথা তুলছে। এতে অর্থনীতির দুর্বলতাই প্রকাশ পায়। উল্লেখ্য, শহরের বেকারত্বের হার গত কয়েক সপ্তাহে বেড়েইছিল। অন্যদিকে নভেম্বর মাসে এই হার ক্রমবর্ধমান ছিল। নভেম্বর মাসে শহরের কর্মসংস্থানের ৯ লাখ কমেছিল, অন্যদিকে গ্রামীণ এলাকায় অক্টোবর মাসের তুলনায় কর্মসংস্থানের হার ২৩ লাখ বেড়েছিল। সম্প্রতি একটি লেখায় মহেশ ব্যাস লিখেছেন, শহরের চাকরি নিশ্চিতভাবেই ভাল বেতন দেয়, আর সংগঠিত অংশে তার বেশি অংশীদারি থাকে। শহরের কর্মসংস্থান কমার মানে ভারতে চাকরির সামগ্রিক গুণমান কমছে।