রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ স্বস্তি দিলেও চিন্তায় রেখেছে ওমিক্রন

December 15, 2021 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। একদিনে করোনার বলি হয়েছেন ১৩ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যের দৈনিক সংক্রমণ রাজ্যবাসীকে স্বস্তি  দিলেও ভয় বাড়াচ্ছে ওমিক্রন। বুধবারই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছে। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৯৬ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১০২ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় অত্যন্ত সামান্য কম।

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৪২ জন করে। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৩৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৪, ৭১৫।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও কলকাতা । একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন করে। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৬৩৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৫৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৯৭, ৫৯২। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৬৭ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid 19, #Corona Update, #Bengal FightsCorona

আরো দেখুন