দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সতীশচন্দ্র সামন্তের নামে হলদিয়া বন্দরের নামকরণের দাবি জানালেন মন্ত্রী সৌমেন মহাপাত্র

December 15, 2021 | < 1 min read

হলদিয়া বন্দরের জনক সতীশচন্দ্র সামন্তের নামে বন্দরের নামকরণের দাবি জানালেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বুধবার হলদিয়ার শিল্প সংস্থাগুলিকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ  শিল্পশহর ও জেলার উন্নয়নে আরও বেশি করে খরচের কথা বলেন। তিনি হলদিয়া মহকুমা হাসপাতালে বার্ন ইউনিট তৈরির জন্য আইওসি-র প্রশংসা করেন। আইওসি জানায়, হলদিয়ায় তারা বাস টার্মিনাস গড়তে পুরসভাকে সহায়তা করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #haldia port, #Soumen Mahapatra, #satishchandra samanta

আরো দেখুন