← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
সতীশচন্দ্র সামন্তের নামে হলদিয়া বন্দরের নামকরণের দাবি জানালেন মন্ত্রী সৌমেন মহাপাত্র
হলদিয়া বন্দরের জনক সতীশচন্দ্র সামন্তের নামে বন্দরের নামকরণের দাবি জানালেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বুধবার হলদিয়ার শিল্প সংস্থাগুলিকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ শিল্পশহর ও জেলার উন্নয়নে আরও বেশি করে খরচের কথা বলেন। তিনি হলদিয়া মহকুমা হাসপাতালে বার্ন ইউনিট তৈরির জন্য আইওসি-র প্রশংসা করেন। আইওসি জানায়, হলদিয়ায় তারা বাস টার্মিনাস গড়তে পুরসভাকে সহায়তা করবে।