মোদীর ভারতে গত ৭ বছরে নাগরিকত্ব ছেড়েছেন সাড়ে আট লক্ষের বেশি ভারতীয়
বিগত সাত বছরে নাগরিকত্ব ছেড়েছেন সাড়ে আট লক্ষের বেশি ভারতীয়। আর এই সময়ের মধ্যেই উল্লেখ্যযোগ্যভাবে বেড়েছে বেকারত্ব। ২০১৪ সালে দেশে বেকারত্বের হার ছিল সাড়ে পাঁচ শতাংশের কাছাকাছি। কিন্তু ২০২১ সালের নভেম্বর মাসে তা বেড়ে হয়েছে সাত শতাংশ। দেশবাসীকে ‘আচ্ছে দিন’-এর স্বপ্ন দেখিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিয়েছিলেন বছরে দু’কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি। কিন্তু সেসব যে আজ ফিকে, বিভিন্ন পরিসংখ্যানই তার প্রমাণ দিচ্ছে। প্রশ্ন উঠছে, দেশে বেকারত্ব বৃদ্ধির জন্যই কি দেশ ছাড়ছেন ভারতীয়রা। ত্যাগ করছেন নাগরিকত্ব? মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, গত সাত বছরে ৮ লক্ষ ৮১ হাজার ২৫৪ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। তার মধ্যে ২০১৭ সাল থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাগরিকত্ব ছেড়েছেন ৬ লক্ষের বেশি ভারতীয়। স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ লক্ষ ১১ হাজার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।