রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রের পাইলট প্রজেক্টে থেকে বাদ বাংলার ভিক্ষুক, ভবঘুরেদের পুনর্বাসন!

December 15, 2021 | < 1 min read

২০১১ সালের সর্বশেষ জনসমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গে ভিক্ষুক এবং ভবঘুরের সংখ্যা সারা দেশের মধ্যে সবথেকে বেশি। মঙ্গলবার সংসদে পেশ করা কেন্দ্রীয় পরিসংখ্যানে এই উল্লেখই করেছে সরকার। কিন্তু তা সত্ত্বেও ভিক্ষুক, ভবঘুরেদের পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের পাইলট প্রজেক্টে নাম নেই বাংলার কোনও শহরেরই। এদিন লোকসভায় কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচারমন্ত্রী বীরেন্দ্র কুমার এই সংক্রান্ত এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে লিখিত জবাব দিয়েছেন, তাতেই সামনে এসেছে এই তথ্য।

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, ‘মূলত ভিক্ষুক, ভবঘুরেদের পুনর্বাসনের লক্ষ্যে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে, তাদের সঙ্গে ২০২০ সালের ১৪ জানুয়ারি সামাজিক ন্যায়বিচার মন্ত্রক একটি বৈঠক করে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পাশাপাশি ওই বৈঠকে বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা ও রাজ্য সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানেই পাইলট প্রজেক্টের ব্যাপারে সিদ্ধান্ত হয়।’ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ইন্দোর, লখনউ, নাগপুর এবং পাটনায় পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমেই কাজ হচ্ছে। এই পাইলট প্রজেক্টে পুনর্বাসনের পাশাপাশি সমীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা পরিষেবা প্রদান, কাউন্সেলিং, শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, নেশামুক্তির মতো বিষয়গুলি নিয়েও কাজ হচ্ছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #Vagabonds, #West Bengal, #Beggars

আরো দেখুন