রাজ্য বিভাগে ফিরে যান

অর্থনীতিকে কোমায় পাঠিয়ে উত্তরপ্রদেশের ভোটবৈতরণী পেরোতে মোদীর ডুবকে কটাক্ষ অমিতের

December 16, 2021 | < 1 min read

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বিজেপির “দিব্য কাশি ভব্য কাশি”কে বিঁধলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা অর্থ দপ্তরের বর্তমান উপদেষ্টা অমিত মিত্র। সরাসরি তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি লেখেন,” মন্দা ও বেকারত্বের যৌথ আঘাতে দেশের অর্থনীতি ধ্বংসের পথে, আর এমতাবস্থায় দেশের প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ নিয়ে ব্যস্ত।”

বিজেপি তথা প্রধানমন্ত্রীর সম্প্রতিকতম কর্মসূচি যে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে উপলক্ষ্য করেই ছিল, সে কটাক্ষও এদিন করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী।

অমিত মিত্র তথ্য পরিসংখ্যান দিয়ে লিখেছেন, দেশে অর্থনৈতিক মন্দা ১৪.২ শতাংশে পৌঁছেছে। বেকারত্ব প্রতি বছর বাড়ছে, নভেম্বরে বেড়ে তা ১০.৪৮ শতাংশে পৌঁছেছে।

তিনি টুইটে লেখেন, “একদিকে দেশের মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, অন্যদিকে তখন দেশের প্রধানমন্ত্রী বিলাসবহুল জলযান চড়ছেন আর গঙ্গায় অভিনেতার মতো ডুব দিচ্ছেন।” শেষে “হা ভগবান!” বলেও মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি অমিত মিত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Indian Economy, #Dr Amit Mitra, #Modi

আরো দেখুন