দেশ বিভাগে ফিরে যান

পেগাসাস-লখিমপুর ইস্যু নিয়ে সংসদের বাইরে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের

December 16, 2021 | < 1 min read

বিরোধী দলগুলির লাগাতার প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল সংসদ(Parliament)। বিরোধীদের হইচইয়ে মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষের অধিবেশন। এদিন পেগাসাসকাণ্ড(pegasus) ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র(Ajay Mishra)-র ইস্তফার দাবিতে সংসদের বাইরে প্ল্যাকার্ড নিয়ে ধরনায়(protest) বসে তৃণমূল(TMC)। মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান তাঁরা।

উত্তর প্রদেশের লখিমপুরে গাড়ি চাপা পড়ে কৃষক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বারংবার সরব হয়েছে বিরোধীরা। এদিন অধিবেশন শুরুর আগেই পেগাসাস ইস্যু ও লখিমপুর নিয়ে আলোচনার দাবিতে সরব হয় তৃণমূল কংগ্রেস। সংসদের বাইরে হাতে প্ল্যাকার্ড ও মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Pegasus, #Lakhimpur

আরো দেখুন