প্রথম দিনেই ভেঙে দিল সব রেকর্ড, স্পাইডারম্যানের ব্যবসা প্রায় ৩৩ কোটি ছুঁইছুঁই
বক্স অফিসে বলা ভালো বোমা ফাটাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন ছবি। এই ছবি ভারতে মুক্তি পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত Akshay Kumar এবং Katrina Kaif অভিনীত Sooryavanshi ছবির দখলেই ছিল biggest opener of 2021-র রেকর্ড। কিন্তু স্পাইডার ম্যান এসেই সেই রেকর্ড ভেঙে দিল। দেশের মানুষ মুক্তির প্রথম দিন ভালোবাসা উজাড় করে দিলেন Tom Holland অভিনীত Spider-Man No Way Home-কে। প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লাখ টাকা। সেখানে অক্ষয় কুমারের সূর্যবংশীর Day 1 Box Office Collection ছিল ২৬ কোটি ২৯ লাখ টাকা। মানে প্রায় ৬ কোটি ৩৮ লাখের ফারাক! এখানেই রেকর্ডের ফিরিস্তি শেষ হচ্ছে না। ২০১৯ সালের পর ভারতে হলিউডের কোনও ছবি এমন পাবলিক রেসপন্স পায়নি। ২০১৯ সালে এমন বক্স অফিস কাঁপানো রেকর্ড তৈরি করেছিল Avengers: Endgame।
মার্ভেল স্টুডিয়োজ (marvel Studios) এবং সোনি পিকচার্স (Sony Pictures) প্রযোজিত এই ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড (Tom Holland)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জেনডায়া (Zendaya), বেনেডিক্ট কাম্বারব্যাচ (Benedict Cumberbatch), উইলেম ডিফো (Willem Dafoe), অ্যালফ্রেড মোলিনা (Alfred Molina) এবং জেমি ফক্স (Jamie Foxx)।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) ট্যুইট করে জানিয়েছেন, ‘কোনও ছুটির দিনে নয়, বৃহস্পতিবার মহারাষ্ট্রে মুক্তি পেয়েছে এই ছবি, যেখানে প্যানডেমিকের কারণে এখনও সিনেমা হলে মাত্র ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারছেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের সব প্রান্তেই দারুণ স্টার্ট করেছে স্পাইডারম্যান। প্রথমদিনে নেট বক্স অফিস কালেকশন৩২ কোটি ৬৭ লাখ। গ্রস কালেকশন ৪১ কোটি ৫০ লাখ টাকা!’