রাজ্য বিভাগে ফিরে যান

করোনায় আক্রান্ত সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

December 18, 2021 | 2 min read

করোনায় আক্রান্ত সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আপাতত হোম আইসোলেশনে আছেন তিনি। এদিকে রাজ্যে একদিনে ৫৫৬ জন করোনা আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে ৮ জনের।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৫৫৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৮০ জন। তার আগের দিন রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬৬০ জন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৬,২৬,৫১১।

এদিকে এই সময়পর্বে রাজ্যে মোট করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল ৭ জনের। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ১২। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৯,৬৬০।

এদিকে দৈনিক সংক্রমণে রাজ্যে শীর্ষে কলকাতা। একদিনে ১৬৩ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩জনের মৃত্যু হয়েছে। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১১৩, ৩জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় একদিনে ২ জনের মৃত্যু হয়েছে। ৩২ জন সংক্রমিত।

এদিকে সারা বিশ্বে ফের উদ্বেগের সঞ্চার করেছে করোনা ভাইরাসের(coronavirus) নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন(Omicron)। এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় উঠে এল ওমিক্রন সংক্রমণের কিছু উপসর্গ। হাঁচি, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ থাকতে পারে ওমিক্রন আক্রান্তের। ব্রিটেনের গবেষণায় এ কথা জানানো হয়েছে।

Zoe Covid study অ্যাপ হাজার হাজার আক্রান্তকে তাঁদের উপসর্গ জানাতে বলেছিল। সমীক্ষকরা তদন্তকারীরা প্রভাবশালী ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অতি সংক্রামক নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-উভয়ের সাথেই যুক্ত বিষয়গুলি খতিয়ে দেখেছেন।

গত ৩ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যে সাধারণ লক্ষণগুলি জানা গিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে-সর্দি, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি, গলা ব্যথা। ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে, সুপার মিউট্যান্ট ভাইরাস কোভিডের চেয়ে বেশি সর্দি-কাশির মতো। অন্যদিকে, সাধারণত কোভিডের উপসর্গগুলির মধ্যে রয়েছে, একটানা কাশি, প্রবল জ্বর ও ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Surjya Kanta Mishra, #Cpim, #COVID positive, #covid-19

আরো দেখুন