রাজ্যে চালুর পথে তিন বিমানবন্দর, মমতার ঘোষণার পরেই পরিদর্শনে আধিকারিকরা
রাজ্যে তৈরি হওয়া নতুন তিনটি বিমানবন্দর (New Airports West Bengal) পরিদর্শন করতে আসছেন এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আধিকারিকরা । ইতিমধ্যেই মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে । মালদহের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নির্দেশ দিয়েছিলেন তৈরি হয়ে যাওয়া বন্দরগুলি (New Airports West Bengal) যাতে দ্রুত চালু করা যায় ।
সোমবার মালদহে এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিমানবন্দর পরিদর্শন করবেন অথরিটি আধিকারিকরা । বুধবার কোচবিহারের বিমানবন্দর পরিদর্শন করার কথা । তিনটে বিমানবন্দর চালু করতে গেলে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা এখনও নেওয়া বাকি বা নিতে হবে, তা নিয়েও আধিকারিকরা আলোচনা করবেন, তাঁদের সিদ্ধান্ত জানাবেন ।
বালুরঘাট বিমানবন্দরের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে । রানওয়ে প্রস্তুত । কোচবিহার বিমানবন্দর নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল । সেই পরিপ্রেক্ষিতে এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়া আধিকারিকদের পরিদর্শন বিশেষ গুরুত্বপূর্ণ । ইতিমধ্যেই রাজ্য সরকার নতুন রূপে কোচবিহার বিমানবন্দর শুরু করার উদ্যোগ নিয়েছে । উত্তরবঙ্গে এই তিনটি বিমানবন্দর শুরু হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে বলে বন্দর কর্তৃপক্ষের দাবি ।