রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যজুড়ে নামল পারদ, আজ মরসুমের শীতলতম দিন

December 18, 2021 | < 1 min read

আজ মরসুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নেমেছে। উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কম।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। কাল থেকে পারদ আরও নামার সম্ভাবনা। কলকাতা ছাড়িয়ে আশেপাশের জেলায় পারদ পতন অনেকটাই বেশি। আকাশ পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ বঙ্গে তাপমাত্রার পারদ রবিবার পর্যন্ত বজায় থাকবে। সারা মাস এই দাপট বজায় থাকে কিনা আপাতত সেটাই প্রশ্ন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও পরিষ্কার আকাশ। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও।

আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। অন্যদিকে, দেশেও হাড়কাঁপানো শীতের মরশুম। রাজধানী দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমে গিয়েছে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। এদিন হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে তুষারপাতের চিত্র দেখা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter, #Winter season

আরো দেখুন