‘নাচতে না জানলে উঠোন বাঁকা’ ভোট দিয়ে বিরোধীদের কটাক্ষ অভিষেকের
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই বিরোধীরা ভোটে বেনিয়মের অভিযোগ তুলেছিলেন। তাঁদের কটাক্ষ করে অভিষেকের বার্তা, “নাচতে না জানলে উঠোন বাঁকা।” এর পরই তাঁর আশ্বাস, “কোনও অশান্তিতে তৃণমূল কর্মীদের যোগ পেলেন ভিডিও ফুটেজ সামনে আনুন, দলীয় স্তরে ব্যবস্থা নেবে দল।”
কলকাতায় আজ পুরভোট। ১৪৪ ওয়ার্ডে মোট বুথ সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬৭০। এর মধ্যে উত্তেজনাপ্রবণ বুথ ১,১৩৯। পুরভোটে নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। থাকছে সাড়ে ২৩ হাজার পুলিশ কর্মী। প্রতি ভোটগ্রহণ কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর বা অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টরের নেতৃত্বে ২-৪ জন সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন। থাকছেন লাঠিধারীরাও।
উল্লেখ্য, প্রচারের শেষ লগ্নে দক্ষিণ কলকাতায় অভিষেক বলেছিলেন, ‘ভোটের দিন নাটক করতে পারে বিজেপি, সিপিএম। আপনারা সতর্ক হয়ে ভোট দেবেন।’’
আজ ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলার সাথে ত্রিপুরার আকাশপাতাল পার্থক্য। ত্রিপুরায় প্রার্থীরাই ভোট দিতে পারেননি। এখানে ইতিমধ্যেই মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।” বিরোধীদের কটাক্ষ করে তাঁর বক্তব্য, “বিরোধীরা এজেন্ট না দিতে পারলে তৃণমূল কী করতে পারে?”