কলকাতা বিভাগে ফিরে যান

বিক্ষিপ্ত অশান্তি কোথাও কোথাও, নির্বিঘ্নেই কলকাতা পুরভোট

December 19, 2021 | 5 min read

শুরু হয়ে গেছে কলকাতা পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ। রাজ্য পুলিশের কড়া নজরদারির মধ্যেই চলছে মহানগরীর নির্বাচন। কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে দাঁড়িয়ে শহরবাসী। আজ ভোট হচ্ছে ১৬টি বরোর মোট ১৪৪টি ওয়ার্ডে। মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯। ২১ ডিসেম্বর, মঙ্গলবার ভোট গণনা।

পুরভোটের প্রচারে জোরকদমে ঝড় তুলেছিল তৃণমূল। তুলনায় অনেকটাই পিছিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি। ছোট লালবাড়ি দখলে রাখতে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। বিরোধীরা খাতা খুলতে পারে কিনা, মানুষের মনে প্রশ্ন সেটাই।

লাইভ আপডেট

০৫:০০: বিকেল ৫টা পর্যন্ত কলকাতা পুরভোটে ৬৪ শতাংশ ভোটগ্রহণ

৪:০০: মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩:৪৫: সাউথ সিটি স্কুলের বুথে ভোট দিলেন সাংসদ এবং অভিনেতা দেব

৩:০০: দুপুর ৩টে পর্যন্ত কলকাতা পুরভোটে ৫২.৪০ শতাংশ ভোটগ্রহণ

২:৫২: কলকাতা পুরসভার নির্বাচন চলছে শান্তিপূর্ণ ভাবেই। টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনাতেও এক জন গ্রেফতার হয়েছে, জানালেন যুগ্ম পুলিশ কমিশনার।

২:৫০: ভোটে অশান্তি পাকানোয় দুপুর ২টো পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটের উপর শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সব বুথে সশস্ত্র পুলিস রয়েছে, জানালেন যুগ্ম পুলিস কমিশনার

২:৪৮: ভোট চলাকালীন কলকাতায় ঢুকতে গিয়ে দ্বিতীয় হুগলী সেতুতে আটক বাঁকুড়া সদরের বিজেপি বিধায়ক

২:৩২: উৎসবের মেজাজে ভোট হচ্ছে। কিছু জায়গায় আগে থেকেই হেরে বসে আছে বিরোধীরা। তারা মানুষের উপর বিশ্বাস হারিয়ে বোমা মেরে উপদ্রব চালাচ্ছেন: ফিরহাদ হাকিম

২:২০: পরশুদিন নির্বাচনের ফল বেরোনোর পর মুখ বাঁচানোর জন্য কিছু একটা তো করতে হবে: বিজেপির বিক্ষোভ কর্মসূচির সম্পর্কে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২:১৬: বাংলার সাথে ত্রিপুরার আকাশপাতাল পার্থক্য। ত্রিপুরায় প্রার্থীরাই ভোট দিতে পারেননি। এখানে ইতিমধ্যেই মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন: অভিষেক বন্দ্যোপাধ্যায়

২:১৪: বিরোধীরা এজেন্ট না দিতে পারলে তৃণমূল কী করতে পারে? ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২:১০: সংবামাধ্যমের কাছে যদি কোনও প্রমাণ থাকে তৃণমূলের কোনও কর্মী অশান্তিতে জড়িত আছে, আপনারা প্রকাশ্যে আনুন। ২৪ ঘন্টার মধ্যে দলীয় স্তরে পদক্ষেপ নেওয়া হবে: ভোট দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২:০৫: বড়বাজারের বুথে বহিরাগতদের তাণ্ডব, বুথ দখলের অভিযোগ। অভিযুক্ত বিজেপি

১.৪৯: চারটি ওয়ার্ড থেকে প্রার্থী প্রত্যাহার করল বামেরা। ১০০, ১০১, ১০২ এবং ১১০টি ওয়ার্ড থেকে প্রার্থীপদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১.২০: কলকাতা পুরভোটে অশান্তি সৃষ্টি করার অভিযোগে দুপুর ১২টা পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

১.০৯: লা মার্টিনিয়েরে স্কুলে উৎসবের মেজাজে ভোট দিলেন ইসকনের সন্ন্যাসীরা

১.০৮: চেতলা রোডে সিপিএমের ক্যাম্প অফিসে গিয়ে খোঁজ খবর নিলেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম

১.০০: কলকাতা পুরভোটে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭.৮৯ শতাংশ।

১২.৪৮: ৪৫ নম্বর ওয়ার্ডে পোলিং বুথ শ্রী জৈন স্কুলের অন্দরে আক্রান্ত তৃণমূল প্রার্থী শক্তি প্রতাপ সিংহ, অভিযোগের আঙুল কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের দিকে

১১:২২: শিয়ালদহে ইএসআই হাসপাতালের সামনে বোমা পড়লো, অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে

১১:১১: লরেটো ডে স্কুলের বুথে নিরাপত্তারক্ষীদের নিয়ে ঢোকার চেষ্টা ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষের। পুলিশ আধিকারিক জানান, নিরাপত্তারক্ষীরা বুথের ভিতরে ঢুকতে পারেন না।

১১:১০: পুরভোট চলাকালীন ৩৬ নম্বর ওয়ার্ডে শিয়ালদহের টাকি স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন একজন। যে বোমা মেরেছে, সে বিজেপি প্রার্থীর সঙ্গে বাইকে পালিয়েছে, অভিযোগ তৃণমূল প্রার্থীর।

১১.০৩: ভবানীপুরের খালসা হাইস্কুলে ভোটারদের লাইন

১১.০২: কড়া নিরাপত্তায় ৯৭ নম্বর ওয়ার্ডের মিলনগড় বালিকা বিদ্যালয়ে চলছে ভোটগ্রহণ পর্ব

১১:০০: সকাল ১১টা পর্যন্ত কলকাতা পুরভোটে ১৫.৩৭ শতাংশ ভোটগ্রহণ

১১:০০: মেটিয়াবুরুজের ১৩৭ নম্বর ওয়ার্ডের ৮০/৪ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তৃণমূলের। ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

১০:২০: ২২ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বুথে নির্দল প্রার্থীকে নিগ্রহের অভিযোগ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের বিরুদ্ধে

১০:০০: ৩৬ নম্বর ওয়ার্ডের খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি। এলাকায় পুলিশ, ব্যাপক উত্তেজনা

৯:৪৫: ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রলুব্ধ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী

৯:০৫: ওমিক্রন আতঙ্কে জর্জরিত বিশ্ব। এরই মধ্যে কলকাতায় হচ্ছে পুরভোট। বুথে বুথে কঠোরভাবে মানা হচ্ছে কোভিডবিধি।

৯.০০: সকাল ৯টা পর্যন্ত কলকাতায় ভোটদানের হার ৪ শতাংশ

৮:৫৯: ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী কার্যালয় বন্ধ করল পুলিশ। অভিযোগ, তাঁর অফিসে অবৈধ জমায়েত হচ্ছিল। এমনকী, নির্বাচনীবিধি ভেঙে দলীয় প্রতীক দেখা যাচ্ছিল বিজেপির কার্যালয়ে।

৮:৫৬: বাগবাজারের কেন্দ্রে নির্দল প্রার্থীর এজেন্ট হয়েছেন খোদ প্রার্থী রূপা চৌধুরীই। তাঁকে শ্রীরামকৃষ্ণ হোমের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে বুথে বসানোর চেষ্টা করেন বিজেপি প্রার্থী। এনিয়ে নতুন করে অশান্তি ছড়িয়েছে। ঘটনাস্থলে রয়েছেন শ্যামপুকুর থানার ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তিনি।

৮:৫৫: মানিকতলার ১২¸১৬ এবং ১৩ নম্বর ওয়ার্ড, কাশীপুর-বেলগাছিয়ার ১ নম্বর, ৪ নম্বর ওয়ার্ড, চৌরঙ্গীর ৪৪, ৪৯, ৪৬ নম্বর ওয়ার্ড, বেহালা পশ্চিমের ১১৯ নম্বর ওয়ার্ডে ইভিএম কাজ না করার অভিযোগ উঠেছে।

৮:৫০: ৩০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, বোমাবাজির অভিযোগ শাসক দলের তরফে।

৮:৩৭: কলকাতা শহরজুড়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। রইল খণ্ডচিত্র

৮:২৫: ৭ নম্বর ওয়ার্ডে পুলিশের সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা

৮:২৩: কলকাতা পুরসভার বিদায়ী বিরোধী দলনেত্রী রত্না রায় মজুমদার বুথ পরিদর্শন করে বললেন, ‘‘ভালভাবেই ভোট শুরু হয়েছে। আশা করি সারাদিন এ ভাবেই চলবে।’’

৮:২০: বাইরে থেকে লোক এনে ভোট করানোর অভিযোগ কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ৪৫ নম্বর ওয়ার্ডে উত্তেজনা।

৮:০২: বুথে বুথে শান্তিতেই হচ্ছে কলকাতা পুরসভার ভোটগ্রহণ। লম্বা লাইন ভোটারদের। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত।

৮:০০: পুরভোটে বিক্ষিপ্ত গণ্ডগোল। তৃণমূলের বিরুদ্ধে এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ বিরোধীদের। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

৭:০৪: টাকি বয়েজ হাই স্কুলে অকেজো সিসিটিভি, অভিযোগ বিরোধীদের। যদিও এই অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন

৭:০২: জাকারিয়া স্ট্রিটে নির্বাচনী বুথের সন্নিকটে শাড়ির গুদামে আগুন। এলাকায় উত্তেজনা

৭:০০: কড়া নিরাপত্তায় শুরু হল কলকাতা পুরসভা নিৰ্বাচন। ২৩ হাজার পুলিশ, স্পেশ্যাল ক্যুইক রেস্পন্স টিমের নজরদারিতে হবে ভোটগ্রহণ।

৬:৪৫: বুথে বুথে সফলভাবে হয়ে গেল মক পোল। একাধিক বুথে এজেন্ট দিতে ব্যর্থ বিজেপি। আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর শুরু হবে কলকাতা পুরসভার নির্বাচন।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #KMC Polls 2021, #KMC Election 2021

আরো দেখুন