কলকাতা বিভাগে ফিরে যান

‘টাকার বিনিয়ে পুরভোটের টিকিট বিলি বঙ্গ বিজেপির’ভোটের দিনই বিস্ফোরক সাংসদ রূপা

December 19, 2021 | 2 min read

ফের রাজ্য বিজেপির নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ। এবার অভিযোগ করলেন খোদ বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। 

আজ ছোট লাল বাড়ির লড়াই, একুশের নির্বাচনে বিধ্বস্ত বিজেপির দিশেহারা অবস্থা আজও অব্যাহত। এদিন ভোট দিতে এসেই বিস্ফোরক রূপ ধারণ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। কলকাতা পৌরসভা নির্বাচনে প্রার্থী পদের জন্য টাকার লেনদেন হয়েছে বলে, গুরুতর অভিযোগ করলেন বিজেপির এই সাংসদ। এক বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি এদিন জানান, ‘রাজ্য বিজেপির নেতারা টাকার বিনিময়ে পুরনির্বাচনের টিকিট দিয়েছেন’। সেই বিষয়ে তার কাছে যথেষ্ট প্রমান রয়েছে বলেও জানিয়েছে তিনি। তিনি বলেন, ‘আমি (তিনি) এখানে জানাব না, সঠিক জায়গায় জানাব।’ রাজ্য বিজেপির নেতাদের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন বিজেপির এই সাংসদ। সরাসরি জানিয়ে দেন তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে, এদিন একাধিক ইঙ্গিতপূর্ণ কথাও তিনি বলেছেন। তার পরে থাকা সবুজ রঙের শাড়িটি দেখিয়ে তিনি বলেন, ‘তিস্তা আমায় এই শাড়িটা দিয়েছে, তাই আমি এটা আজ পরে এসেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি রাজ্য বিজেপির কেউ নই, আমি ঐ সব বেকার রাজ্য বিজেপির কমিটির কেউ হতেও চাই না। শুধু বসে সিঙ্গারা খাবে, আর সিদ্ধান্ত নেবে চারটে লোক সেটা হতে পারে না।’

এরপরেই তিনি বিস্ফোরক অভিযোগটি করেন, “বিজেপি টাকা নিয়েই টিকিট দিয়েছে” এবং তিনি এও বলেন টাকা নেওয়া বিষয় তার দলের রাজ্যস্তরের নেতারা জানেন। একুশে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি নেতাদের বিরুদ্ধে কামিনীকাঞ্চনের অভিযোগ করছিলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগও তিনি করেছিলেন, আজ রুপার গলাতেও সেই একই সুর শোনা গেল। বলাইবাহুল্য ভোটের দিন দলের সাংসদের এহেন মন্তব্য বিজেপির স্বস্তি বাড়িয়ে দিল এবং রাজ্য বিজেপির কোন্দলকে ফের একবার প্রকাশ্যে নিয়ে এল।ক সেটা হতে পারে না।’

এরপরেই তিনি বিস্ফোরক অভিযোগটি করেন, “বিজেপি টাকা নিয়েই টিকিট দিয়েছে” এবং তিনি এও বলেন টাকা নেওয়া বিষয় তার দলের রাজ্যস্তরের নেতারা জানেন। একুশে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি নেতাদের বিরুদ্ধে কামিনীকাঞ্চনের অভিযোগ করছিলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগও তিনি করেছিলেন, আজ রুপার গলাতেও সেই একই সুর শোনা গেল। বলাইবাহুল্য ভোটের দিন দলের সাংসদের এহেন মন্তব্য বিজেপির স্বস্তি বাড়িয়ে দিল এবং রাজ্য বিজেপির কোন্দলকে ফের একবার প্রকাশ্যে নিয়ে এল।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC Polls 2021, #BJP West Bengal, #Roopa Ganguly

আরো দেখুন