রাজ্য বিভাগে ফিরে যান

টেলি মেডিসিনে বাংলার সেরা ঝাড়গ্রাম

December 20, 2021 | < 1 min read

রাজ্যব্যাপী ২৩১৩টি সুস্বাস্থ্য কেন্দ্রে টেলি মেডিসিন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে টানা তিন মাস পারফরম্যান্সের নিরিখে সেরা ঝাড়গ্রাম। ডিজিটাল মাধ্যমে চিকিৎসা পরিষেবায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা। গত ৩আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে টেলি মেডিসিন পরিষেবার সূচনা করেন। ২৩১৩টি সুস্বাস্থ্য কেন্দ্রে ইন্টারনেট সংযোগ ঘটিয়ে চালু হয় ওই বিশেষ পরিষেবা। দৈনিক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করে স্বাস্থ্যভবন। তাতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যজেলা সহ মোট ২৮টি জেলার মধ্যে তাক লাগানো পারফরম্যান্স তুলে ধরেছে ঝাড়গ্রাম। অক্টোবর মাস থেকেই জঙ্গলমহলের ওই জেলা প্রথম স্থানাধিকারী। দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি এবং তৃতীয় স্থানে নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা। সুস্বাস্থ্য কেন্দ্রে কোনও চিকিৎসক থাকেন না। সেখানে আসা রোগীদের ভরসা কমিউনিটি হেলথ অফিসার(সিএইচও)। নার্সদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে সিএইচও। সুস্বাস্থ্য কেন্দ্রে রোগী আসার পর সিএইচও-রা টেলি মেডিসিন পরিষেবার মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে অডিও ভিস্যুয়াল মাধ্যমে রোগীর সমস্যার কথা ডাক্তারের নজরে আনেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#JHARGRAM, #Telemedicine, #West Bengal

আরো দেখুন