কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের মঞ্চ থেকে রাজনৈতিক দূষণ রোধের বার্তা মমতার
রাজ্য জাঁকিয়ে পড়েছে শীত। সামনেই বড়দিন, বর্ষবরণ দীর্ঘ উৎসবের মরসুম রয়েছে। আজ সোমবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে উদ্বোধন হল। প্রতিবারের মতোই এবারও কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের কোভিড বিধি মেনেই আয়োজিত হল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। আজ উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় সম্প্রীতির বার্তা দিলেন।তিনি বলেন, “ধর্ম যার যার উৎসব সবার।” এদিনের উদ্বোধন মঞ্চ থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। তিনি বলেন,” বিভাজনের কোনও জায়গা নেই, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই শক্তি, ঐক্যবদ্ধ না থাকলে আমরা দুর্বল হয়ে পড়ব। এক সাথে সব কাজ করতে হবে, এক সাথে ভাবতে হবে, এক সাথেই চলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “মানসিক শান্তির খুব প্রয়োজন। চারিদিকে অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ, মানসিক দূষণ তাই আমাদের শান্তি চাই।” উৎসবই পারে সব ভুলে মানুষকে সম্মিলিত করতে, অনাবিল আনন্দ যোগাতে। তাই জীবনে শান্তি নিয়ে আসে। করোনা নয় স্ট্রেইন ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করে, মুখ্যমন্ত্রী সকলকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। বড়দিন উপলক্ষ্যে রাজ্যে প্রতিটি পুলিশ কমিশনারেটকে এবং কৃষ্ণনগর থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত রাজ্যের সব চার্চকে সাজানোর জন্য পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিক্ষা বিস্তারের অনন্য অবদানের মুখ্যমন্ত্রী, খ্রিস্ট ধর্মাবলম্বী সন্ন্যাসী, সন্ন্যাসিনী, সন্ত, পাদ্রীদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ডাক্তার, পুলিশ, প্রশাসনিক অধিকারীক, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবক সকল কোভিডযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। কোভিড যারা চলে গিয়েছেন তাঁদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে বাংলাই প্রথম বড়দিনের উৎসবের সূচনা করল, তাই বাংলার তরফ থেকে মুখ্যমন্ত্রী সমগ্র দেশবাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, ” ভার্টিগান সিটি থেকে গোয়া আর গোয়া থেকে কলকাতা সকলকেই বড়দিনের শুভেচ্ছা।”
অ্যালেন পার্কের মঞ্চ থেকে শুধু রাজ্যবাসী নয়, দেশ ও বিশ্ববাসীকেও বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। দেশ থেকে বিশ্ব সকলকে শুভেচ্ছা। ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা সবাইকে শুভেচ্ছা।”