তথ্য যাচাই বিভাগে ফিরে যান

ক্রিকেট ময়দানে বোলিং করছেন স্বামীজী? জানুন আসল সত্য

December 20, 2021 | 2 min read

দাবি

নেটপাড়ায় একটি ছবি খুব ভাইরাল হয়েছে সম্প্রতি। হইচই পড়ে গেছে সেই ছবি নিয়ে। ছবিতে দেখা যাচ্ছে বোলিং করছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ।

নরেন্দ্রনাথ দত্ত (স্বামী বিবেকানন্দ হওয়ার আগে) কলকাতা ময়দানে টাউন ক্লাবের হয়ে খেলেছেন। এক বার ক্যালকাটা ক্লাবের বিরুদ্ধে ইডেনে সাত উইকেটও নিয়েছিলেন। এই ছবিটি সেই সময়কারই বলে দাবি করে সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে ছবিটি।

ক্যালকাটা টাউন ক্লাবের হয়ে ১৮৮৪ সালে স্বামীজী বল করেছিলেন  image 2

সত্যতা

ওই ছবিটা স্বামীজির নয়, আসলে বিখ্যাত প্রাক্তন ইংরেজ স্পিনার হেডলি ভেরিটির। সুপারইম্পোজ় করে স্বামী বিবেকানন্দের মুখ বসানো হয়েছিল। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের খুব নামী বাঁ হাতি স্পিনার ছিলেন ভেরিটি। স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান তাঁর বিখ্যাত বই ‘দ্য আর্ট অব ক্রিকেট’-এ ভেরিটির এই ছবিটি ব্যবহার করেছিলেন বল করার সময় তাঁর দুর্দান্ত ভারসাম্য দেখানোর জন্য। ছবির ক্রেডিট ছিল ‘স্পোর্ট অ্যান্ড জেনারেল প্রেস এজেন্সি লিমিটেড’-এর। এটা যে ইংল্যান্ডে তোলা হয়েছিল, তা আম্পায়ারের লং কোট দেখেই আন্দাজ করা যায়।

তাছাড়া, নরেন্দ্রনাথ দত্ত ময়দানে খেলেছেন ১৮৮০ নাগাদ। তখন টেলিফটো লেন্স ছিল না। দূর থেকে ক্লোজ়-আপ ছবি নেওয়া সম্ভবই ছিল না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Eden Gardens, #Swami Vivekananda, #Fact Check

আরো দেখুন