কলকাতা বিভাগে ফিরে যান

কমেডিয়ান মুনাওয়ার এবার কলকাতায়, অনলাইনে টিকিট বিক্রি শুরু

December 20, 2021 | < 1 min read

দু’মাসে ১২ শো বাতিলের পর হতাশা থেকে পেশা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)৷ সেই তিনি কলকাতা থেকে ঘুরে দাঁড়াতে চান৷ তাই পরবর্তী শো-এর ডেস্টিনেশন হিসেবে ‘সিটি অফ জয়’কে (Munawar Faruqui Kolkata Show) বেছে নিয়েছেন কমেডিয়ান (Stand Up Comedian)৷ অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি৷

তবে শো কোথায় হবে তা জানা যায়নি৷ সম্ভবত ডানপন্থী সংগঠনগুলি থেকে হুমকির ভয়ে শো-এর জায়গা গোপন রাখা হয়েছে৷ শেষ লগ্নে দর্শকদের জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠানের জায়গা৷ মুনাওয়ার জানিয়েছেন, ১৬ জানুয়ারি কলকাতায় শো করতে আসছেন তিনি৷ অনলাইন প্ল্যাটফর্মে ভালোই চলছে টিকিট বিক্রি৷ দু’ঘণ্টার শোয়ের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৭৯৯ টাকা৷

গত মাসে মুম্বই গিয়ে বিদ্বজ্জনেদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে উপস্থিত ছিলেন মুনাওয়ার৷ তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর৷ মমতাকে স্বরা জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁরা কেউ মতপ্রকাশ করতে পারছেন না৷ ফারুকির মতো প্রতিভারা কাজ পাচ্ছেন না৷ মুনাওয়ার নিজেও জানিয়েছিলেন, গত দু’মাসে তাঁর ১২টি শো বাতিল হয়েছে৷ গত ২৮ নভেম্বর বেঙ্গালুরুতে শো ছিল তাঁর৷ ৬০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছিল৷ কিন্তু আইনশৃঙ্খলা নষ্ট হতে পারে এই আশঙ্কায় পুলিশ ওই শোয়ের অনুমতি দেয়নি৷

২৯ বছর বয়সী মুনাওয়ারের বিরুদ্ধে হিন্দু দেব-দেবীদের অবমাননার অভিযোগ রয়েছে৷ এই অভিযোগে জেলও খেটেছেন তিনি৷ জেল থেকে বেরিয়ে আরও কাজ হারাতে থাকেন৷ পুলিশ প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছিলেন না৷ তাই হতাশা থেকে বলেছিলেন, ‘নফরত জিত গেয়ি৷ আর্টিস্ট হার গেয়া৷’ তার পরই পেশা ছেড়ে দেওয়ার ঘোষণা করেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Munawar Faruqui, #Kolkata, #comedian

আরো দেখুন