দেশ বিভাগে ফিরে যান

পেট্রোপণ্যে কর বসিয়ে করোনাকালে মুনাফা তুলেছে মোদী সরকার, অভিষেকের প্রশ্নে ফাঁস তথ্য

December 20, 2021 | < 1 min read

আজ লোকসভা অধিবেশন চলাকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পেট্রোপণ্যের শুল্ক বাবদ সরকারের আয় নিয়ে জানতে চেয়ে, অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন।


লিখিত প্রশ্নের মাধ্যমে তিনি জানতে চান, প্রাকঅতিমারি সময়ে, অতিমারি চলাকালীন সময়ে এবং চলতি অর্থবর্ষে (২০১৯-২০২১) এ পর্যন্ত পেট্রোপণ্য থেকে আদায়কৃত শুল্ক বাবদ কেন্দ্র সরকার কত টাকা করেছে।


৩রা নভেম্বর পেট্রোপণ্যের দাম কমানোর ঘোষণার পরে, হ্রাস পাওয়া দামে পেট্রোপণ্য থেকে শুক্ল বাবদ কত টাকা আয় হবে বলে ভাবছে বিজেপি সরকার, তাও তিনি জানতে চান।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে লিখিতভাবে হিসেবে দিয়েছেন অর্থদপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি বিগত দুটি অর্থবর্ষের হিসেবে পেশ করেছে। সরকার পেট্রোপণ্যের উপর সেস-সহ শুল্ক বাবদ ২০১৯-২০ এবং ২০২০-২০২১ অর্থবর্ষে যথাক্রমে ২,২৩,০৫৭ কোটি টাকা এবং ৩,৭২,৯৭০ কোটি টাকা সংগ্রহ করেছে। তিনি জানিয়েছেন, বাজেট অনুযায়ী চলতি অর্থবর্ষে (২০২১-২০২২) সরকার এক্সাইজ ডিউটি বাবদ ৩,৩৫,০০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে। যদিও হ্রাস পাওয়ার পর নতুন মূল্য চলতি অর্থবর্ষ থেকে কার্যকারী হবে কিনা, তা স্থির হয়নি বলেই জানিয়েছেন মন্ত্রী। স্বভাবতই এই ঘটনা বিজেপি সরকারের দ্বিচারিতাকে ফের একবার স্পষ্ট করল।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee

আরো দেখুন