কোনও বুথেই পুনর্নির্বাচন হবে না, বিরোধীদের দাবি খারিজ করে সিদ্ধান্ত কমিশনের
কলকাতা পুরসভা নির্বাচনে বিরোধীরা সন্ত্রাস থেকে ভোট লুঠের অভিযোগ তুলেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দম থাকলে পুনর্নির্বাচন করে দেখান। কিন্তু আজ সোমবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা খারিজ করে দেওয়া হল। কারণ দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে বলে তাঁরা মনে করেন।
ঠিক কী জানিয়েছে কমিশন? এদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘কোনও বুথেই পুনর্নির্বাচন নয়।’ অর্থাৎ পুনর্নির্বাচনের যে ধোঁয়া তোলা হয়েছিল তা আর হচ্ছে না। সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পুরসভা নির্বাচনের প্রত্যেক বুথের তথ্য খতিয়ে দেখা হয়েছে। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল, মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে।
কলকাতায় পুরসভা নির্বাচনে বিরোধীদের অভিযোগ ছিল, বোমাবাজি–ছাপ্পাভোট করা হয়েছে। যদিও তার কোনও নির্দিষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেননি বিরোধীরা। তাই বেলা শেষে আঁধার নামতেই রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে শুরু করে রাজভবন পর্যন্ত সবাই ছোটাছুটি করলেন। নালিশ ঠুকলেন। কটাক্ষ করলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন, ‘উৎসবের মেজাজে ভোট হয়েছে। বিরোধীরা নাটক করছে। ওসব অভিযোগ ভিত্তিহীন।’
বিরোধিতা করতে গিয়ে দেখা যায়, সিপিআইএম–কংগ্রেস–বিজেপি একসারিতে মিলিত হয়েছেন। বড়তলা থানার সামনে সেই দৃশ্য দেখেছে মহানগরী। পোশাক ছিঁড়ে দেওয়া হয় খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের বলে অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন জেলায় জেলায় বিক্ষোভও দেখান বিজেপি কর্মী–সমর্থকরা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দলীয় কর্মীদের বিরুদ্ধে তথ্য–প্রমাণ থাকলে তা জনসমক্ষে আনা হোক বা ভিডিও ফুটেজ দেখানো হোক। ২৪ ঘণ্টায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’