রাজ্য বিভাগে ফিরে যান

পুরসভা এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার

December 20, 2021 | 2 min read

প্রত্যেক পুরসভা এলাকায় পর্যটনের কী কী সম্ভাবনা আছে তা খুঁজে দেখে পরিকাঠামো গড়ে তুলবে রাজ্য সরকার। সেই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে নতুন করে সাজিয়ে তুলবে পর্যটন দপ্তর। পর্যটকদের আকর্ষণীয় করে তুলতে নানারকম পরিকাঠামো গড়ে তোলা হবে। প্রয়োজনে তৈরি করা হবে সার্কিট ট্যুরিজম। তাই আগামী সপ্তাহে পুরদপ্তরের সঙ্গে বৈঠকে বসবে পর্যটন দপ্তর। যৌথভাবে পর্যটন ক্ষেত্র খোঁজা হবে। রাজ্যে নতুন নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করার জন্য পর্যটন দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজটি শুরু করে দিয়েছে ওই দপ্তর। পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যেই মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে দেখেছেন। আরও কিছু পুর এলাকায় ট্যুরিস্ট স্পট করা যায় কি না, তা বুঝে নিতে আগামী সপ্তাহে পর্যটন ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ও সচিবরা বৈঠকে বসছেন। প্রত্যেক পুরসভার চেয়ারম্যান থাকবেন ভার্চুয়ালি। তাঁরাও তাঁদের এলাকার ট্যুরিস্ট স্পট নিয়ে মতামত দেবেন। তাঁদের দেখানো জায়গায় পরিদর্শন করতে যাবেন পর্যটন দপ্তরের অফিসাররা। সেগুলির পর্যটন সম্ভাবনা থাকলে সাজিয়ে তুলতে উদ্যোগী হবে ওই দপ্তর। জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় ছোট বড় অনেক আকর্ষণীয় স্থান, ধর্মীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা রয়েছে, যা মানুষকে আকর্ষণ করে। ওইসব এলাকায় ট্যুরিস্ট স্পট তৈরি হতে পারে। সেখানে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী সপ্তাহের ওই বৈঠকে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন, পুরসচিব খলিল আহমেদ, পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী প্রমুখ উপস্থিত থাকবেন। ওই বৈঠকেই এই বিষয়ে একটি রূপরেখা তৈরি করে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে। ইতিমধ্যে কোথায় কোথায় ট্যুরিস্ট স্পট বা সার্কিট ট্যুরিজম করা যায়, তার একটি পরিকল্পনা করেছে পর্যটন দপ্তর। মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে আরও পর্যটন ক্ষেত্র করার জন্য পযর্টন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভিত্তিতে পুরদপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন পর্যটন ক্ষেত্র খোঁজার কাজ শুরু হবে। তৃণমূল সরকার আসার পর থেকেই পর্যটন বিশেষ গুরুত্ব পাচ্ছে। ওই দপ্তরের বাজেটও অনেক বাড়ানো হয়েছে। নতুন নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করা হয়েছে গাজোলডোবা, লামাহাটা প্রভৃতি স্থানকে কেন্দ্র করে। আরও পর্যটন ক্ষেত্র তৈরি করে কর্মসংস্থানের উপর জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তারই প্রক্রিয়া শুরু করেছে পর্যটন দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Bengali Tourist, #West Bengal

আরো দেখুন