বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তলব ধনখড়ের, ফেরালো সব সংস্থাই
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর হওয়া সত্ত্বেও তারা তাদের সমাবর্তন উৎসবে রাজ্যপালকে ডাকে না। এ নিয়ে চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে জবাবদিহি চেয়েছিলেন জগদীপ ধনকার। এবার রাজভবনে এ ধরনের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, উপাচার্যদের বৈঠকে ডেকেও তাদের হাজির করতে পারলেন না রাজ্যপাল। সোমবার এই বৈঠকে তারা উপস্থিত থাকতে পারবে না, একথা জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলি। মূলত কোভিডের কারণ দেখিয়েই এই বৈঠক থেকে অব্যাহতি চেয়েছে তারা। তবে, সেই চিঠি পাওয়ার পরে ফের কড়া চিঠি দেওয়া হয়েছে রাজভবনের তরফে। বলা হয়েছে, এই ঘটনায় রাজ্যপাল খুবই অসন্তুষ্ট। এভাবে চিঠি দেওয়ার অর্থ, তারা রাজ্যপালের নির্দেশ অগ্রাহ্য করছে এবং দলবেঁধে কাজ করছে। রাজভবনে যাবতীয় কোভিড বিধি মানা হয় বলেও দাবি করে ২৩ ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল ফের সেই বৈঠক ডাকা হয়েছে। দীর্ঘদিন রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিকে ডেকে সাড়া পায়নি রাজভবন। উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি না পেলে তাঁরা যে রাজভবনে যেতে পারবেন না, তা রাজ্যপালকে আগেই জানিয়েছেন উপাচার্যরা। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিও সেই পথে হাঁটছে। অর্থাৎ এ নিয়ে ফের বিকাশ ভবনের সঙ্গে বিরোধ বাধতে চলেছে রাজভবনের।