কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা পুরভোট: তৃণমূল ১৩৫ বিরোধীরা দুরমুশ

December 21, 2021 | 5 min read

ছোট লালবাড়ি দখলের লড়াইতে বিরোধীদের পিছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জোড়াফুল শিবির। আজ ইভিএম খুলতেই বিপুল জনাদেশ নিয়ে কলকাতা পৌরসভায় তৃণমূলের হ্যাটট্রিক নিশ্চিত হয়ে গিয়েছে।

১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৫টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থীরা। দ্বিতীয় স্থানে মাত্র ৩টি ওয়ার্ড জিতে রয়েছে বিজেপি। ২টি করে ওয়ার্ডে জিতেছে বামেরা এবং কংগ্রেস। ৩টি ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থীরা। বহু ওয়ার্ডেই বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামফ্রন্ট।

প্রাপ্ত ভোটের হারের নিরিখে প্রায় ৭৫ শতাংশ ভোটই পেয়েছে তৃণমূল। বামেরা পেয়েছে ১০ শতাংশ ভোট এবং বিজেপি পেয়েছে সাড়ে ৮ শতাংশ ভোট।

গণনার লাইভ আপডেট

২:০০: জয়ের পরই তৃণমূলে যোগ দিচ্ছেন ৩ নির্দল প্রার্থী। ৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী আয়েষা কানিজ। নির্দল প্রার্থী পূরবী নস্কর জয়ী হয়েছেন ১৪১ নম্বর ওয়ার্ডে। পাশাপাশি ১৩৫ ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ

১:১৭: ৮২ নম্বর ওয়ার্ডে ১৪ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম

১:১০: ১৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন

১:০৫: ৯৭ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হলেন যাদবপুরের বিধায়ক মলয় মজুমদার

১২:৫৯: ৮ নম্বর ওয়ার্ডে ৬০০৭ ভোটে জয়ী পূজা পাঁজা

১২:৫৬: ৭১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপিয়া সিং, ১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর

১২:৩৮: আগামী ২৩শে ডিসেম্বর পুরবোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে বসবেন তৃণমূলের নব-নির্বাচিত কাউন্সিলররা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

১২:২৯: ৯৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্ত্তী

১২:২৭: ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী রূপক গঙ্গোপাধ্যায় জয়ী ৫৭৬৪ ভোটে

১২:২৪: এক এবং দুই নম্বর বরোর ১৮ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

১২:২০: ১০৩ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়। ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ

১২:১৫: ৭৩ নম্বর ওয়ার্ডে ৬,৪৯৫ ভোটে জয়ী মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়

১১:৫৯: পর পর দলীয় প্রার্থীদের জয়ের খবর আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, তিনজনের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে কালীঘাটের বাড়িতে।

১১:৫৩: ১০১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত জয়ী ১৯৪৩৯ ভোটে, ১২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ সরকার জয়ী ১০১৯ ভোটে

১১:৫২: ৭২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সন্দীপ বক্সী

১১:৫০: ৯২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব

১১:৪৭: ৬৫ নং ওয়ার্ড থেকে ২২৬০০ ভোটে জয়ী নিবেদিতা শর্মা। ৪৪ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। ওই ওয়ার্ড ছিল আরএসপি-র দখলে।

১১:৪৬: ১১ নম্বর ওয়ার্ডে জয়ী অতীন ঘোষ, ৪৩ নম্বর ওয়ার্ডে ২৩০০ ভোটে জয়ী নির্দল প্রার্থী আয়েশা কানিজ

১১:৩৮: ১০৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুশীলা মণ্ডল

১১:৩৫: ১৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা মিত্র জয়ী ৬২৫০ ভোটে, ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় উপাধ্যায় জয়ী ৯৩৩৬ ভোটে, ১৮ নং ওয়ার্ডে ১১ হাজার ১৩৫ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনন্দা সরকার

১১:৩১: ৬৬ ওয়ার্ডে ৬২ হাজার ভোটের ব্যবধানে জয়ী ফৈজ আহমেদ খান

১১:৩০: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ১৩৩টি ওয়ার্ডে, বিজেপি ৫টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, বামেরা ১টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী ৩টি ওয়ার্ডে

১১:২২: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ১৩২টি ওয়ার্ডে, বিজেপি ৫টি ওয়ার্ডে, বামেরা ২টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী ৩টি ওয়ার্ডে

১১:১৭: ৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বাপি ঘোষ, ১৩১ নম্বর ওয়ার্ডে প্রায় ১০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়

১১:১১: ৪৫ নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল প্রার্থী শক্তি সিংহ। অভিযুক্ত কংগ্রেস

১১:০৬: ১০ নং ওয়ার্ডে ২৬৬৭ ভোটে জয়ী তৃণমূলের সুব্রত বন্দ্যোপাধ্যায়, ৪৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বিমল সিংহ, ৭৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী নিজামুদ্দিন শামস

১১:০৫: ৮৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সৌরভ বসু

১১:০০: ৬৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়

১০:৫৭: ১০৫ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশীলা মন্ডল প্রায় ৭ হাজার ভোটে জয়ী, ৬৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়

১০:৫৫: ৬৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নিবেদিতা শর্মা, ৫১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার

১০:৫৩: ৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী, ৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সাম্মি জাহান বেগম এবং ১১৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না সুর

১০:৫২: ৯৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। তিনি বামফ্রন্ট আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন্যা

১০:৪৯: ৪৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক

১০:৪৮: ৬৭ নং ওয়ার্ডে ১০১০০ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজনলাল মুখোপাধ্যায়

১০:৪৬: ১০৮ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত ঘোষ ১৩ হাজারের বেশি ভোটে জয়ী

১০:৩৭: ১০৯ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রায় ৩৭ হাজার ভোটে জয়ী

১০:৩৩: ৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সাংসদ মালা রায়

১০:২৬: ১১ হাজারেরও বেশি ভোটে ১২২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী

১০:২২: ১২৩ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল প্রার্থী শাম্স ইকবাল

১০:২০: ২২ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন বিজেপি প্রার্থী।

১০:১৮: ৮৩ নং ওয়ার্ডে ৭৩৫২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী প্রবীর কুমার মুখোপাধ্যায়

১০:১৭: ৮৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার। ৪৯ এবং ১৪৯ ওয়ার্ডেও জয়ী তৃণমূল

১০:১৫: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ১৩৪টি ওয়ার্ডে, বিজেপি ৩টি ওয়ার্ডে, বামেরা ৩টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী ২টি ওয়ার্ডে

১০:১১: ১৩৫ নম্বর ওয়ার্ডে ৪০০ ভোটে জয়ী হলেন নির্দল প্রার্থী

১০:১০: ৫১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল প্রার্থী

১০. : কলকাতা পুরসভা নির্বাচনের গণনা চলছে। এখন অবধি প্রাপ্ত ভোটের হার:

তৃণমূল – ৭৪% ভোট,
বামফ্রন্ট – ৯,১%,
বিজেপি – ৮% ভোট

১০:০৫: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ১১৯টি ওয়ার্ডে, বিজেপি ৩টি ওয়ার্ডে, বামেরা ৩টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে

১০:০১: ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তারক সিংহ

১০:০০: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ১১৬টি ওয়ার্ডে, বিজেপি ৩টি ওয়ার্ডে, বামেরা ২টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে

৯:৫৭: ১১৯ নম্বর ওয়ারে জয়ী তৃণমূল প্রার্থী কাকলি বাগ

৯:৫৪: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ১১৫টি ওয়ার্ডে, বিজেপি ৪টি ওয়ার্ডে, বামেরা ২টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে

৯:৫০: ১১৭ নং ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল প্রার্থী অমিত সিংহ

৯:৪৫: ১৩৭ নং ওয়ার্ডে ১৩০০ ভোটে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি

৯:৪৩: ১৪০ নং ওয়ার্ডে ৭৫০০ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আবু মহম্মদ তারিক

৯:৪০: তিন অঙ্কের দোরগোড়ায় তৃণমূল। এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ৯৯টি ওয়ার্ডে, বিজেপি ৪টি ওয়ার্ডে, বামেরা ২টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে

৯:৩৬: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ৯৪টি ওয়ার্ডে, বিজেপি ৪টি ওয়ার্ডে, বামেরা ২টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে

৯.৩০: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ৯৩টি ওয়ার্ডে, বিজেপি ৪টি ওয়ার্ডে, বামেরা ২টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে

৯:১০: কলকাতা পুরসভার ১৬টি বেরোতেই এগিয়ে তৃণমূল

৯:০৫: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ৬৩টি ওয়ার্ডে, বিজেপি ৪টি ওয়ার্ডে, বামেরা একটি ওয়ার্ডে, কংগ্রেস ১টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে

৯:০০: এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ৪৫টি ওয়ার্ডে, বিজেপি ৩টি ওয়ার্ডে, বামেরা একটি ওয়ার্ডে, কংগ্রেস ১টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে

৮:৫৫: প্রাথমিক প্রবণতা অনুযায়ী, তৃণমূল এগিয়ে ৩১টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, বিজেপি ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থী একটি আসনে।

৮:৫১: প্রাথমিক প্রবণতা অনুযায়ী, তৃণমূল এগিয়ে ২৫টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি ওয়ার্ডে, বামেরা ও বিজেপি একটি আসনে এবং নির্দল প্রার্থী একটি আসনে।

৮:৪৮: ২১টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। খাতা খুলল বিরোধীরা, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি, ৯৮ নং ওয়ার্ডে এগিয়ে বামেরা

৮:৪৫: প্রাথমিক গণনা শেষে তৃণমূল প্রার্থীরা এগিয়ে ১৮টি ওয়ার্ডে, খাতা খুলতে পারেনি বিরোধীরা

৮:৪৪: পোস্টাল ব্যালট গণনার পর ১২ নম্বর বোরোয় ২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৮:৪৩: পোস্টাল ব্যালট গণনার পর ১৫ নম্বর বোরোয় ৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৮:৪২: প্রথম রাউন্ডের গণনার পর ২৩, ৮, ৩১, ২, ১১, ৪ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৮:৪০: প্রথম রাউন্ডের গণনার পর ৪১টি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পরেশ পাল

৮:৩৬: ওয়ার্ড নম্বর ২৩, ৪৮ এ এগিয়ে তৃণমূল প্রার্থীরা

৮:৩৩: ৯৩ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।

৮:৩২: ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থীরা

৮:৩১: ৩২ নম্বর ওয়ার্ডেও প্রাথমিক গণনার পর এগিয়ে তৃণমূল প্রার্থী

৮:২০: প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ৪টি ওয়ারে এগিয়ে তৃণমূল। পূজা পাঁজা, কাকলি সেন, অনিন্দ্য রাউত, পরেশ পাল এগিয়ে নিকটতম প্রতিদ্বন্দীর থেকে

৮:০২: ত্রিস্তরীয় নিরাপত্তায় মোড়া প্রত্যেকটি গণনাকেন্দ্র। রয়েছে সিসিটিভি ক্যামেরা, ভিডিওগ্রাফি

৮:০০: শুরু হয়ে গেল পোস্টাল ব্যালটের গণনা। মোট ১৩ থেকে ১৬ রাউন্ড গণনা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #KMC Polls 2021, #KMC Election 2021

আরো দেখুন