কলকাতা বিভাগে ফিরে যান

আজ কোন ওয়ার্ডে কে জিতলেন? দেখে নিন জয়ী প্রার্থীদের সম্পূর্ন তালিকা

December 21, 2021 | 2 min read

কলকাতা পুরসভায় (Kolkata Municipal Elections) একচেটিয়ে জয় তৃণমূলের। প্রায় ৭২ শতাংশ ভোট পেয়ে শাসকদল তৃণমূল দখল করেছে ১৩৪টি আসন। বিজেপির দখলে গিয়েছে মাত্র ৩ আসন। বাম এবং কংগ্রেসের (Congress) দখলে গিয়েছে ২টি করে আসন।  ভোট শতাংশের নিরিখে বিজেপিকে টপকে গিয়েছে বামেরা (Left)। চমকপ্রদভাবে তিনটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। তাঁরা অবশ্য জয়ের পরই শাসকদলে যোগ দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন।     

একনজরে জয়ীদের তালিকা:

কলকাতা পুরসভা নির্বাচন ২০২১
ওয়ার্ড নংদলজয়ী প্রার্থী
তৃণমূল কার্তিকচন্দ্র মান্না
তৃণমূলডাঃ কাকলি সেন
তৃণমূলদেবিকা চক্রবর্তী
তৃণমূলগৌতম হালদার
তৃণমূল তরুণ সাহা
তৃণমূলসুমন সিং
তৃণমূলবাপী ঘোষ
তৃণমূলপূজা পাঁজা
তৃণমূলমিতালী সাহা
১০তৃণমূলসুব্রত বন্দ্যোপাধ্যায়
১১তৃণমূলঅতীন ঘোষ
১২তৃণমূলমীনাক্ষী গঙ্গোপাধ্যায়
১৩তৃণমূলঅনিন্দ্যকিশোর রাউত
১৪তৃণমূলঅমল চক্রবর্তী
১৫তৃণমূলশুক্লা ভড়
১৬তৃণমূলস্বপনকুমার দাস
১৭তৃণমূলমোহনকুমার গুপ্ত
১৮তৃণমূলসুনন্দা সরকার
১৯তৃণমূলশিখা সাহা
২০তৃণমূলবিজয় উপাধ্যায়
২১তৃণমূলমীরা হাজরা
২২বিজেপিমীনাদেবী পুরোহিত
২৩বিজেপিবিজয় ওঝা
২৪তৃণমূলইলোরা সাহা
২৫তৃণমূলরাজেশকুমার সিনহা
২৬তৃণমূলতারকনাথ চট্টোপাধ্যায়
২৭তৃণমূলমীনাক্ষী গুপ্ত
২৮তৃণমূলঅয়ন চক্রবর্তী
২৯তৃণমূলইকবাল আহমেদ
৩০তৃণমূলপাপিয়া ঘোষ (বিশ্বাস)
কলকাতা পুরসভা নির্বাচন ২০২১
ওয়ার্ড নংদলজয়ী প্রার্থী
৩১তৃণমূলপরেশ পাল
৩২তৃণমূলশান্তিরঞ্জন কুণ্ডু
৩৩তৃণমূলচিনু বিশ্বাস
৩৪তৃণমূলঅলোকানন্দা দাস
৩৫তৃণমূলআশুতোষ দাস
৩৬তৃণমূলশচীনকুমার সিং
৩৭তৃণমূলসোমা চৌধুরী
৩৮তৃণমূলসাধনা বোস
৩৯তৃণমূলমহম্মদ জসিমউদ্দিন
৪০তৃণমূলসুপর্ণা দত্ত
৪১তৃণমূলরীতা চৌধুরী
৪২তৃণমূলমহেশকুমার শর্মা
৪৩নির্দলআয়েশা তানিজ
৪৪তৃণমূলরেহানা খাতুন
৪৫কংগ্রেসসন্তোষকুমার পাঠক
৪৬তৃণমূলপ্রিয়াঙ্কা সাহা
৪৭তৃণমূলবিমল সিং
৪৮তৃণমূলবিশ্বরূপ দে
৪৯তৃণমূলমোনালিসা বন্দ্যোপাধ্যায়
৫০বিজেপিসজল ঘোষ
৫১তৃণমূলইন্দ্রনীল কুমার
৫২তৃণমূলসোহিনী মুখোপাধ্যায়
৫৩তৃণমূলইন্দ্রানী সাহা বন্দ্যোপাধ্যায়
৫৪তৃণমূলআমিরুদ্দিন
৫৫তৃণমূলসবিতারানি দাস
৫৬তৃণমূলস্বপন সমাদ্দার
৫৭তৃণমূল জীবন সাহা
৫৮তৃণমূলসন্দীপন সাহা
৫৯তৃণমূলজলি বোস
৬০তৃণমূলকায়জার জামিল
কলকাতা পুরসভা নির্বাচন ২০২১
ওয়ার্ড নংদলজয়ী প্রার্থী
৬১তৃণমূলমঞ্জর ইকবাল
৬২তৃণমূলসানা আহমেদ
৬৩তৃণমূলসুস্মিতা ভট্টাচার্য
৬৪তৃণমূলসাম্মি জাহান বেগম
৬৫তৃণমূলনিবেদিতা শর্মা
৬৬তৃণমূলআহমেদ ফইজ খান
৬৭তৃণমূলবিজনলাল মুখোপাধ্যায়
৬৮তৃণমূলসুদর্শনা মুখোপাধ্যায়
৬৯তৃণমূলদিলীপ বোস
৭০তৃণমূলঅসীমকুমার বোস
৭১তৃণমূলপাপিয়া সিং
৭২তৃণমূলসন্দীপরঞ্জন বক্সি
৭৩তৃণমূলকাজরী বন্দ্যোপাধ্যায়
৭৪তৃণমূলদেবলীনা বিশ্বাস
৭৫তৃণমূলনিজামউদ্দিন শামস
৭৬তৃণমূলষষ্ঠী দাস
৭৭তৃণমূলশামিমা রেহান খান
৭৮তৃণমূলসোমা দাস
৭৯তৃণমূলরাম পেয়ারী রাম
৮০তৃণমূলআনোয়ার খান
৮১তৃণমূলজুঁই বিশ্বাস
৮২তৃণমূলফিরহাদ হাকিম
৮৩তৃণমূলপ্রবীরকুমার মুখোপাধ্যায়
৮৪তৃণমূলপারমিতা চট্টোপাধ্যায়
৮৫তৃণমূলদেবাশিস কুমার
৮৬তৃণমূলসৌরভ বসু
৮৭তৃণমূলমনীষা বোস
৮৮তৃণমূলমালা রায়
৮৯তৃণমূলমমতা মজুমদার
৯০তৃণমূলচৈতালি চট্টোপাধ্যায়
কলকাতা পুরসভা নির্বাচন ২০২১
ওয়ার্ড নংদলজয়ী প্রার্থী
৯১তৃণমূলবৈশ্বানর চট্টোপাধ্যায়
৯২সিপিআইমধুছন্দা দেব
৯৩তৃণমূলমৌসুমি দাস
৯৪তৃণমূলসন্দীপ নন্দী মজুমদার
৯৫তৃণমূলতপন দাশগুপ্ত
৯৬তৃণমূলবসুন্ধরা গোস্বামী
৯৭তৃণমূলদেবব্রত মজুমদার
৯৮তৃণমূলঅরূপ চক্রবর্তী
৯৯তৃণমূলমিতালী বন্দ্যোপাধ্যায়
১০০তৃণমূলপ্রসেনজিৎ দাস
১০১তৃণমূলবাপ্পাদিত্য দাশগুপ্ত
১০২তৃণমূলসীমা ঘোষ
১০৩সিপিআইএমনন্দিতা রায়
১০৪তৃণমূলতারকেশ্বর চক্রবর্তী
১০৫তৃণমূলসুস্মিতা মণ্ডল
১০৬তৃণমূলঅরিজিৎ দাস ঠাকুর
১০৭তৃণমূললিপিকা মান্না
১০৮তৃণমূলসুশান্তকুমার ঘোষ
১০৯তৃণমূলঅনন্যা বন্দ্যোপাধ্যায়
১১০তৃণমূলস্বরাজকুমার মণ্ডল
১১১তৃণমূলসঞ্জীব দাস
১১২তৃণমূলগোপাল রায়
১১৩তৃণমূলঅনিতা কর মজুমদার শীল
১১৪তৃণমূলবিশ্বজিৎ মণ্ডল
১১৫তৃণমূলরত্না শূর
১১৬তৃণমূলকৃষ্ণা সিং
১১৭তৃণমূলঅমিত সিং
১১৮তৃণমূলতারক সিং
১১৯তৃণমূলকাকলি বাগ
১২০তৃণমূলসুশান্ত ঘোষ
কলকাতা পুরসভা নির্বাচন ২০২১
ওয়ার্ড নংদলজয়ী প্রার্থী
১২১তৃণমূলরূপক গঙ্গোপাধ্যায়
১২২তৃণমূলসোমা চক্রবর্তী
১২৩তৃণমূলসুদীপ পোল্লে
১২৪তৃণমূলরাজীবকুমার দাস
১২৫তৃণমূলছন্দা সরকার
১২৬তৃণমূলঘনশ্রী বাগ
১২৭তৃণমূলমালবিকা বৈদ্য
১২৮তৃণমূলপার্থ সরকার
১২৯তৃণমূলসংহিতা দাস
১৩০তৃণমূলঅভিজিৎ মুখোপাধ্যায়
১৩১তৃণমূলরত্না চট্টোপাধ্যায়
১৩২তৃণমূলসঞ্চিতা মিত্র
১৩৩তৃণমূলরঞ্জিত শীল
১৩৪তৃণমূলসামস ইকবাল
১৩৫নির্দলরুবিনা নাজ
১৩৬তৃণমূলসামসুজ্জামান আনসারি
১৩৭কংগ্রেসওয়াসিম আনসারি
১৩৮তৃণমূলফরিদা পারভিন
১৩৯তৃণমূলশেখ মুস্তাক আহমেদ
১৪০তৃণমূলআবু মহম্মদ তারিক
১৪১নির্দলপূর্বাশা নস্কর
১৪২তৃণমূলরঘুনাথ পাত্র
১৪৩তৃণমূলক্রিশ্টিনা বিশ্বাস
১৪৪তৃণমূলশেফালী প্রামাণিক
TwitterFacebookWhatsAppEmailShare

#candidate list, #tmc

আরো দেখুন