দেশ বিভাগে ফিরে যান

এসএসবির অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে নাম বাদ অজয় মিশ্রর

December 21, 2021 | < 1 min read

এসএসবির এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই বাদ পড়লেন অজয় মিশ্র টেনি। তাও একেবারে শেষ মুহূর্তে। আর আশ্চর্যের বিষয় কেন্দ্রীয় মন্ত্রী টেনিই কি না ছিলেন ওই অনুষ্ঠানে প্রধান অতিথি। বিরোধীদের লাগাতার সমালোচনা, উত্তাল সংসদ, কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি — উত্তরপ্রদেশের লখিমপুর খেরি কাণ্ডে টেনিকে নিয়ে বিতর্ক এখন তুমুল আকার নিয়েছে। সেই উত্তপ্ত আবহেই কেন্দ্রীয় পুলিস বাহিনীর এই পদক্ষেপ। সোমবার দক্ষিণ দিল্লিতে বাহিনীর ৫৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। ঠিক ছিল সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উজ্জ্বল উপস্থিতি থাকবে অজয় মিশ্রর। কিন্তু এদিন সকালেই বাহিনীর তরফে নিশ্চিত করা হয় যে অজয় মিশ্র নন, তাঁর জায়গায় প্রধান অতিথি হবেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মন্ত্রী নিজে থেকেই ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। অনুষ্ঠানের কিছুক্ষণ আগেই বাহিনীর এই পদক্ষেপ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। লখিমপুর খেরি নিয়ে টানা যে সমালোচনা চলছে, তারই খেসারত মন্ত্রীকে এভাবে দিতে হল কি না, সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। লখিমপুরে সিট তদন্ত নিয়ে তাঁকে প্রশ্ন করায় এক সাংবাদিকেরই নিগ্রহ করেন মন্ত্রী। ভাইরাল সেই ভিডিওই লখিমপুর বিতর্কে নতুন করে অগ্নি সংযোগ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ajay mishra, #Parade

আরো দেখুন