মার্চের আগেই বকেয়া পুরভোট মিটিয়ে ফেলতে চাই, হাইকোর্টকে জানাবে কমিশন
সাফল্যের সঙ্গে কলকাতা পুর নির্বাচন সংঘটিত করার পর এবার রাজ্যের বাকি বকেয়া পুরসভাগুলির ভোট চটজলদি মিটিয়ে ফেলতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। পরীক্ষার মরশুমের কথা মাথায় রেখে মার্চের আগেই বাকি পুর নিগম ও পুরসভাগুলির ভোট করাতে চাইছে তারা। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চার দফায় ১১৩টি পুরসভার ভোট করতে শীঘ্রই তারা রাজ্য সরকারকে প্রস্তাব দিতে চলেছে বলে সূত্রের খবর। রাজ্য পুর আইন অনুযায়ী পুরসভার নির্বাচনের তারিখ যেহেতু দু’পক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারিত হয় তাই সবটাই নির্ভর করবে নবান্নের উপর। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর চাইলে ওই সময়ের মধ্যেই বাকি পুরসভাগুলি নির্বাচন হয়ে যাবে। রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন অনেক আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে।
রাজ্য সরকার এবং কমিশন দু’পক্ষ আলোচনার মাধ্যমে নির্বাচন সংঘটিত করে থাকে। মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাড়াও স্কুলগুলিতে ক্লাসে ওঠার পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে সবদিক বিবেচনা করে তার আগেই ভোট সেরে ফেলতে চাইছে কমিশন। রাজ্যের তরফে সবুজ সঙ্কেত মিললেই নির্বাচন নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। এদিকে, আগামী ২৩ তারিখ কলকাতা হাই কোর্টে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপির দায়ের করা মূল মামলার শুনানি হওয়ার কথা। আগে ওই মামলার রায়ে বকেয়া পুরসভাগুলির নির্বাচন নিয়ে তথ্য তলব করেছিল হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে, ক’দফায় ও কবের মধ্যে তারা বকেয়া পুরসভাগুলির নির্বাচন করাতে চাইছে। সূত্রের খবর, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ৪ দফায় বকেয়া পুরসভা গুলিতে নির্বাচনের প্রস্তাব দেওয়া হবে। হাইকোর্টে নিয়ে কি রায় দেয়, সেদিকেও নজর রাখছে কমিশন কর্তারা।